সারা তেন্ডুলকর। —ফাইল চিত্র।
এত দিন দর্শক হিসাবে ক্রিকেট মাঠে দেখা যেত তাঁকে। এ বার নতুন ভূমিকায় দেখা যাবে সারা তেন্ডুলকরকে। টি২০ লিগে দল কিনলেন সচিন তেন্ডুলকরের কন্যা। মুম্বইয়ের দলের মালিকানা গিয়েছে তাঁর হাতে। তবে এই ক্রিকেট মাঠে খেলা হয় না। হয় ইন্টারনেট গেমে।
‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বইয়ের দল কিনেছেন সারা। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দু’মরসুম খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম মরসুমে ২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মরসুমে তা বেড়ে হয়েছে ৯ লক্ষ ১০ হাজার। তৃতীয় মরসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা।
বিভিন্ন চ্যানেল ও অ্যাপে এই খেলা দেখানো হয়। তার মধ্যে রয়েছে জিয়ো সিনেমা ও স্পোর্টস ১৮। এখন স্টার স্পোর্টসের সঙ্গে তা জুড়ে গিয়েছে। অর্থাৎ, এই মরসুমে জিয়োহটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে।
ক্রিকেট পরিবারের সদস্য হয়ে ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে খুশি সারা। তিনি বলেন, “ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভাল দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।”
অবসর নেওয়ার পরেও খেলা ছাড়েননি সচিন। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। পাশাপাশি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। সচিনের পুত্র তথা সারার ভাই অর্জুন তেন্ডুলকরও আইপিএলে মুম্বইয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন গোয়ার হয়ে। এ বার পরিবারের আরও এক জন যুক্ত হলেন ক্রিকেটে।