(বাঁ দিকে) মনসুর আলি খান পতৌদি। রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হেরে সমালোচনায় বিদ্ধ রোহিত শর্মা। তাঁর ব্যাটিং নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। স্বস্তিতে নেই অধিনায়ক রোহিতও। ৫৫ বছরের পুরনো এক লজ্জার রেকর্ড স্পর্শ করেছেন তিনি।
১২ বছর পর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ় হেরেছে ভারতীয় দল। শুধু তাই নয়, এই নিয়ে দ্বিতীয় বার ভারতকে ঘরের মাঠে চুনকাম করল কোনও দল। এ সবের সঙ্গে যোগ হয়েছে আরও একটি লজ্জা। যা ভারতীয় দলের তো বটেই, অধিনায়ক রোহিতেরও।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট-সহ ২০২৪ সালে ঘরের মাঠে চারটি টেস্ট হারল ভারতীয় দল। প্রতিটি টেস্টেই নেতৃত্ব দিয়েছেন রোহিত। গত ৫৫ বছরে কখনও ভারতীয় দল দেশের মাটিতে এক ক্যালেন্ডার বছরের এতগুলি টেস্ট হারেনি। শেষ বার এমন ঘটেছিল ১৯৬৯ সালে। সে বছরও মনসুর আলি খান পতৌদির নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছিল। নিউ জ়িল্যান্ডের কাছে একটি এবং অস্ট্রেলিয়ার কাছে তিনটি টেস্ট হেরেছিল পতৌদির দল। এ বছর অধিনায়ক পতৌদির সেই লজ্জার নজির স্পর্শ করলেন রোহিত। ইংল্যান্ডের কাছে একটি এবং নিউ জ়িল্যান্ডের কাছে তিনটি টেস্ট ঘরের মাঠে হেরেছে ভারত।
অধিনায়ক রোহিত সব মিলিয়ে ঘরের মাটিতে পাঁচটি টেস্ট হারলেন। তিনি ভারতের সব অধিনায়কদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। এ ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন পতৌদি। তাঁর নেতৃত্বে দেশের মাটিতে ন’টি টেস্ট হেরেছিল ভারত।