India vs England

ইংল‍্যান্ড সিরিজ়ে বিশ্রামের সম্ভাবনা রোহিত-কোহলিকে, সঙ্গী বুমরাহও!

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়ে সম্ভবত ভারতীয় দলে থাকবেন না রোহিত, কোহলি এবং বুমরাহ। তিন সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে দল গড়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৫
Share:
Pictute of Rohit Sharma, Virat Kohli and Jasprit Bumrah

(বাঁ দিক থেকে) রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

আগামী জানুয়ারি মাসে ভারত সফরে আসবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে মুখোমুখি হবে দু’দল। সাদা বলের এই সিরিজ়ে সম্ভবত খেলবেন না ভারতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ।

Advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং কোহলি। তাঁদের ইংল্যান্ডের সঙ্গে ২০ ওভারের সিরিজ়ে খেলার কোনও প্রশ্ন নেই। কিন্তু এক দিনের সিরিজ়েও সম্ভবত খেলবেন না তাঁরা দু’জন। কোনও সিরিজ়েই সম্ভবত খেলবেন না বুমরাহও। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন সিনিয়র ক্রিকেটারকে তরতাজা ভাবে পেতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই বর্ডার-গাওস্কর ট্রফির পর তাঁদের বিশ্রাম দেওয়া হতে পারে।

প্রথমে হবে টি-টোয়েন্টি সিরিজ়। সেই সিরিজ়ে তিন জনেরই না খেলা এক রকম নিশ্চিত। তবে এক দিনের সিরিজ়ে খেলার বিষয়টি তিন ক্রিকেটারের উপরই ছেড়ে দিতে চাইছে বিসিসিআই। চাইলে তাঁরা বিশ্রাম নিতে পারেন। চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসাবে খেলতেও পারেন। তাঁদের উপর চাপ কমানোর জন্যই খেলতে চাপ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ আগামী ২২ জানুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্সে। তার ১৫ দিন পর ৬ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম এক দিনের ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি। সেই হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় না খেললে রোহিত, কোহলি এবং বুমরাহ এক মাস বিশ্রাম পেয়ে যাবেন। আবার ভারত-ইংল্যান্ড এক দিনের সিরিজ় শেষ হবে ১২ ফেব্রুয়ারি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। তাই এক দিনের সিরিজ়ে খেলার বিষয়টি তিন সিনিয়র ক্রিকেটারের উপরই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্তারা।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেননি রোহিত। তা ছাড়া টানা খেলে চলেছেন তিন সিনিয়র ক্রিকেটারই। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁদের উপর চাপ কমানোর কথা ভাবা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement