BCCI’s New Guideline

রোহিত-আগরকর ফিসফিস, শুনে ফেলল মাইক্রোফোন! ফাঁস হয়ে গেল বোর্ডকর্তাদের কী বলবেন অধিনায়ক

মাঠে রোহিতের অনেক কথাই ধরা পড়ে যায় মাইক্রোফোনে। মাঠে সতীর্থদের কোনও নির্দেশ দিলে বা বকাবকি করলে ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। শনিবারও এমনই এক ঘটনা ঘটল সাংবাদিক বৈঠকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২০:২৪
Share:

(বাঁ দিকে) অজিত আগরকর এবং রোহিত শর্মা (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

আবার মাইক্রোফোনে ধরা পড়ে গেলেন রোহিত শর্মা। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার জন্য প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সে সময় আগরকরকে ফিসফিস করে বলা তাঁর একটি কথা শোনা গিয়েছে মাইক্রোফোনে। যাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ১০ দফা নির্দেশিকা নিয়ে খানিকটা অসন্তুষ্ট মনে হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। সেই ঘটনার ভিডিয়ো প্রায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।

Advertisement

নির্ধারিত দুপুর ১২.৩০ মিনিটের দু’ঘণ্টার বেশি সময় পর সাংবাদিকদের মুখোমুখি হন আগরকর এবং রোহিত। সাংবাদিক বৈঠকের ঘরে এসে চেয়ার ঠিক করে বসার সময় আগরকরের সঙ্গে নিচু স্বরে কথা বলছিলেন রোহিত। যা ধরা পড়ে গিয়েছে মাইক্রোফোনে। আগরকরকে রোহিত বলেন, ‘‘এটার পর আমাকে আরও এক-দেড় ঘণ্টা থাকতে হবে। কর্তাদের সঙ্গে কথা বলতে হবে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়ার সঙ্গে কথা বলব। স্ত্রী, পরিবার এবং আরও যা সব বলা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলতে হবে। সকলে আমায় কথা বলতে বলছে।’’

রোহিতের এই কথা থেকে মনে করা হচ্ছে, ক্রিকেটারদের শৃঙ্খলায় বাঁধতে কোচ গৌতম গম্ভীরের পরামর্শে বিসিসিআই যে ১০ দফা নির্দেশিকা বা নিষেধাজ্ঞা জারি করেছে, তা নিয়ে ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বোর্ডের মনোভাব বুঝে নিতে চাইছেন ক্রিকেটারেরা। হয়তো দর কষাকষির জায়গাও তৈরি হতে পারে।

Advertisement

রোহিতের অনেক কথাই ধরা পড়ে যায় মাইক্রোফোনে। রোহিত মাঠে সতীর্থদের কোনও নির্দেশ দিলে বা বকলে ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। তা নিয়ে ভারতীয় দলের অধিনায়কের যুক্তি, তিনি সাধারণত স্লিপে ফিল্ডিং করেন। স্টাম্প মাইক্রোফোনের কাছাকাছি থাকেন। তাই তাঁর কথা সকলে শুনতে পান। শনিবার তেমন পরিস্থিতি বা বাধ্যবাধকতা ছিল না। তবে কি রোহিত সচেতন ভাবেই মাইক্রোফোনের সামনে এসে কথাগুলি আগরকরকে বলেন? কর্তাদের সঙ্গে তিনি যে বোর্ডের নির্দেশিকাগুলি নিয়ে আলোচনা করবেন, তা কি প্রধান নির্বাচক আগে জানতেন না? তেমন হলে অন্য কোনও সময় এবং জায়গাতেও বলতে পারতেন। বোর্ডের কড়াকড়ি নিয়ে সংবাদমাধ্যমকে সরাসরি কিছু না বলেও অসন্তোষ হয়তো এ ভাবেই প্রকাশ্যে বুঝিয়ে দিলেন অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement