Yo Yo Test

ইয়ো-ইয়োতে পাশ রোহিত, সেরা শুভমন

নতুন নিয়ম অনুযায়ী, ইয়ো-ইয়ো পরীক্ষায় ভারতীয় ক্রিকেটারদের পাশ করার ন্যূনতম পয়েন্ট ১৬.৫। তা অতিক্রম করেছেন রোহিত ও হার্দিক। ১৭.২ পয়েন্ট নিয়ে পাশ করেছেন বিরাট কোহলিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ০৭:৩৯
Share:

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ইয়ো-ইয়ো পরীক্ষায় পাশ করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সেই পরীক্ষায় সব চেয়ে বেশি নম্বর পেলেন শুভমন গিল। পয়েন্ট ১৮.৭।

Advertisement

বৃহস্পতিবার বেঙ্গালুরুর আলুরে ফিটনেস পরীক্ষা হয় রোহিত ও শুভমন-সহ ভারতের বেশ কয়েক জন ক্রিকেটারের। সংবাদ সংস্থা পিটিআই-কে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক কর্তা বলেছেন, ‘‘ইয়ো-ইয়ো পরীক্ষায় ১৮.৭ পেয়েছে শুভমন। বাকিরা ১৬.৫ থেকে ১৮-র মধ্যে পেয়েছে।’’

নতুন নিয়ম অনুযায়ী, ইয়ো-ইয়ো পরীক্ষায় ভারতীয় ক্রিকেটারদের পাশ করার ন্যূনতম পয়েন্ট ১৬.৫। তা অতিক্রম করেছেন রোহিত ও হার্দিক। ১৭.২ পয়েন্ট নিয়ে পাশ করেছেন বিরাট কোহলিও। মূলত ওয়েস্ট ইন্ডিজ় এবং আয়ারল্যান্ড সফরে যে ক্রিকেটারেরা খেলেছেন, তাঁদেরই ইয়ো-ইয়ো পরীক্ষাই আগে হচ্ছে। মোট ছ’দিন চলবে এই পরীক্ষা। ৩০ অগস্ট ভারতীয় দল চলে যাবে শ্রীলঙ্কা। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের।

Advertisement

কে এল রাহুল সেই আবাসিক শিবিরে থাকলেও তাঁর ফিটনেস পরীক্ষা এখনই নেওয়া হচ্ছে না। কারণ, রাহুল সবে চোট থেকে উঠেছেন। তাঁর চোট পুরোপুরি সেরেছে কি না, পরিষ্কার নয়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্তারা যদিও তাঁর ব্যাটিংয়ে খুশি। কিন্তু রাহুলকে এখনই উইকেটকিপিং করানো হচ্ছে না। শিবিরে যোগ দিলেন যশপ্রীত বুমরা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন ও প্রসিদ্ধ কৃষ্ণ। শনিবার থেকে ফিটনেস পরীক্ষা শুরু হবে তাঁদের।

কিন্তু কে এল রাহুলের ফিটনেস পরীক্ষা না হওয়ায় সন্দেহ বাড়ছে। পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও কেন তাঁকে এশিয়া কাপের দলে রাখা হল? শোনা যাচ্ছে, এশিয়া কাপের প্রথম কয়েকটি ম্যাচে রাহুলকে হয়তো পাওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement