Ayodhya Ram Mandir

আর এক ক্রিকেটার রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে আমন্ত্রিত, নিজেই জানালেন কোহলির সতীর্থ

সচিন, ধোনি, কোহলি, মিতালির পর আরও ক্রিকেটার আমন্ত্রণপত্র পেলেন। শুক্রবার বাড়িতে গিয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন তাঁর হাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৮:০৪
Share:

অযোধ্যার রামমন্দির। —ফাইল চিত্র।

আরও এক ক্রিকেটার অযোধ্যায় রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, মিতালি রাজের পর আমন্ত্রিত রবিচন্দ্রন অশ্বিনও। শুক্রবার বাড়িতে গিয়ে আমন্ত্রণ দিয়ে এসেছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা।

Advertisement

পঞ্চম ক্রিকেটার হিসাবে ২২ জানুয়ারি অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ পেলেন অশ্বিন। অভিজ্ঞ অফস্পিনারের চেন্নাইয়ের বাড়িতে গিয়েছিলেন তামিলনাড়ু রাজ্য বিজেপির সম্পাদক এসজি সুরেশ, সহ-সভাপতি বেঙ্কটরমন সি-সহ কয়েক জন। তাঁরা অশ্বিনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। সেই ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতীয় দলের অফ স্পিনার।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছ’হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে। ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে নবনির্মিত রামমন্দির। অমিতাভ বচ্চন-সহ বলিউড অভিনেতাদের অনেকেই রয়েছেন আমন্ত্রিতের তালিকায়।

Advertisement

সোমবার অযোধ্যার রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যাতে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী মন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন, সে জন্য সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement