India vs Australia

৩৬ অলআউটের লজ্জা ভোলাতে গান গেয়েছিলেন শাস্ত্রী, চার বছর আগের ঘটনা ফাঁস অশ্বিনের

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। তবে অনেকেই ভুলে যাননি গত বছর অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ৩৬ রানে আউট হয়ে যাওয়ার কথা। সেই রাতে গান গেয়ে গোটা দলকে উজ্জীবিত করেছিলেন খোদ কোচ রবি শাস্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০০
Share:

সেই টেস্ট হারের পর ভারতীয় দল। — ফাইল চিত্র।

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। তবে অনেকেই ভুলে যাননি গত বছর অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ৩৬ রানে আউট হয়ে যাওয়ার কথা। সেই রাতে গোটা দলকে উজ্জীবিত করেছিলেন খোদ কোচ রবি শাস্ত্রী। চার বছর পর ফাঁস করলেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

২০১৮-১৯ সালে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ়ে জেতার আত্মবিশ্বাস নিয়ে ২০২০-২১ সফরে গিয়েছিল ভারত। তবে অ্যাডিলেডে প্রথম টেস্টেই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা। দিন-রাতের টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে শেষ হয়ে যায় তারা।

গোটা দল সে দিন হতাশ ছিল। তাদের চাঙ্গা করতে কারাওকের (নেপথ্যে যন্ত্রসঙ্গীতের সঙ্গে যখন গান পরিবেশন করেন গায়ক) সাহায্যে গান গেয়েছিলেন শাস্ত্রী। অশ্বিনের কথায়, “৩৬ রানে ও ভাবে অলআউট হয়ে যাওয়ার পরে সিরিজ়‌ জয় নিয়ে চিন্তাই করছিলাম না আমরা। গোটা সাজঘর হতাশ হয়ে পড়েছিল। এমন সময় রবি ভাই সবাইকে নৈশভোজে আমন্ত্রণ করেন।”

Advertisement

অশ্বিনের সংযোজন, “সেখানে উনি কারাওকের ব্যবস্থা করেছিলেন। নিজেই গান গাওয়া শুরু করেন। পুরনো দিনের হিন্দি গান গাইছিলেন। বাকিরাও ধীরে ধীরে যোগ দিয়েছিল। কোভিডের কারণে আমরা তখন জৈব বলয়ে ছিলাম। বিরাটও দেশে ফেরার তোড়জোড় করছিল। তখন স্রেফ মেলবোর্নে পরের টেস্ট ভাল খেলার কথা ভাবছিলাম আমরা। ছোট ছোট লক্ষ্য রেখেছিলাম।”

অ্যাডিলেডের ওই ফলাফলের পরেও সিরিজ়‌ জেতে ভারত। মেলবোর্ন ও গাব্বায় অস্ট্রেলিয়াকে হারায় এবং সিডনিতে ড্র করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement