(বাঁদিকে) রোহিত শর্মা এবং মুকেশ কুমার। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ নিয়ে প্রশ্ন তুললেন রবি শাস্ত্রী। বাংলার জোরে বোলার মুকেশ কুমারকে খেলানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন কোচের মতে, ব্যাটিং গভীরতাকে গুরুত্ব দেওয়া হয়নি দল নির্বাচনের ক্ষেত্রে।
দ্বিতীয় টেস্টের দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। হাতে স্পিনার অলরাউন্ডার থাকতে বিশাখাপত্তনমের ২২ গজে মুকেশ কুমারকে খেলানোর যুক্তি খুঁজে পাচ্ছেন না শাস্ত্রী। তাঁর মতে, চোট পাওয়া রবীন্দ্র জাডেজার পরিবর্ত হিসাবে ওয়াশিংটনের সুযোগ পাওয়া উচিত ছিল। শাস্ত্রী বলেছেন, ‘‘একটাই চিন্তার জায়গা। সেটা হল ওয়াশিংটন সুন্দরকে না নিয়ে মুকেশ কুমারকে দলে রাখা। বিশাখাপত্তনমে ভারত প্রথমে ব্যাট করছে। তা হলে মুকেশকে কতটা ব্যবহার করা যাবে?’’
ভারতীয় দলের কোচের মতে, চার জন স্পিনার নিয়ে খেলা উচিত ছিল রোহিত শর্মাদের। এক মাত্র জোরে বোলার হিসাবে যশপ্রীত বুমরা থাকতেন প্রথম একাদশে। চার জন স্পিনার হলেন অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব এবং সুন্দর। কারণ বিশাখাপত্তনমে চতুর্থ উইকেটে ব্যাট করবে ইংল্যান্ড। মুকেশ খেলছেন মহম্মদ সিরাজের পরিবর্ত হিসাবে। কোনও স্পিনারের জায়গায় তাঁকে খেলানো হচ্ছে না। জাডেজার জায়গায় প্রথম একাদশে এসেছেন কুলদীপ।
উল্লেখ্য, বেন স্টোকসেরাও প্রথম একাদশে জোরে বোলার হিসাবে রেখেছেন শুধু জেমস অ্যান্ডারসনকে। স্পিনার হিসাবে ইংল্যান্ডের প্রথম একাদশে রয়েছে রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির এবং জো রুট।