Ranji Trophy

Ranji Trophy 2022: ৪৭৫ রানে এগিয়ে থাকার সুবিধে! রঞ্জি কোয়ার্টারে মনোজদের ব্যাটিং অনুশীলন

ফলো-অন নয়, ফের ব্যাট করতে নামল বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ঝাড়খণ্ডের সামনে বিশাল রানের লক্ষ্য রাখতে চলেছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৬:০৩
Share:

—ফাইল চিত্র

ঝাড়খণ্ডের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলনে নামলেন অভিমন্যু ঈশ্বরনরা! এতটাই দাপটে খেলেছে বাংলা, রঞ্জির কোয়ার্টার ফাইনালেও ব্যাটিং অনুশীলনের সুযোগ আদায় করে নিল দল। প্রথম ইনিংসে ৪৭৫ রানে এগিয়ে থেকেও ঝাড়খণ্ডকে দ্বিতীয় বার ব্যাট করতে না পাঠিয়ে আরও কিছু রান যোগ করতে নেমেছেন অভিমন্যুরা।

Advertisement

প্রথম ইনিংসে বাংলা ৭৭৩ রান তোলে। সাত উইকেট হারিয়ে এই রান তুলে ইনিংসের ইতি ঘোষণা করে বাংলা। ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড শেষ ২৯৮ রানে। শতরান (১১৩) করেন বিরাট সিংহ। তিনি ছাড়া রান পেয়েছেন ওপেনার নাজিম সিদ্দিকি। তিনি ৫৩ রান করেন। অধিনায়ক সৌরভ তিওয়ারি ৩৩ রান করেন। বাংলার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন সায়ন শেখর মণ্ডল এবং শাহবাজ আহমেদ। একটি উইকেট নিয়েছেন আকাশ দীপ। রান আউট হন সুশান্ত মিশ্র।

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলা। এই প্রতিবেদন প্রকাশের সময় অভিষেক রামন অপরাজিত ৮ রানে। অভিমন্যু অপরাজিত ৯ রানে। চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা চলছে বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement