গ্যারি কার্স্টেন। — ফাইল চিত্র।
পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সদ্য ইস্তফা দিয়েছেন গ্যারি কার্স্টেন। নির্বাচন ক্ষমতা খর্ব করার জন্যই দায়িত্ব থেকে সরে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। কার্স্টেনের পদত্যাগে কারণে ক্রিকেটবিশ্বে পাকিস্তানের চাপ আরও বাড়ল বলে মনে করছেন রামিজ় রাজা। তাঁর মতে, পাকিস্তান এ বার একঘরে হয়ে পড়বে।
নিজের আশঙ্কার কথা জানিয়ে রাজা বলেছেন, “কার্স্টেনের পদত্যাগের পর আন্তর্জাতিক কোচের খোঁজ করতে গেলে এ বার পাকিস্তানকে সমালোচনার মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক মঞ্চে প্রতিভাবান কোচ খুঁজে পাওয়ার কাজ পাকিস্তানের পক্ষে সহজ হবে না।”
রাজার সংযোজন, “যখন আপনি কাউকে কোনও দায়িত্বে নিয়োগ করেন তখন তার ভূমিকা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়াও আপনার কর্তব্যের মধ্যে পড়ে। পাকিস্তানকে সাদা বলের ক্রিকেটে কোথায় নিয়ে যেতে চাওয়া হচ্ছে বা কী অর্জন করতে চাওয়া হচ্ছে সে সম্পর্কে কার্স্টেনকে সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছিল বলে আমার মনে হয় না। আমি তো অন্তত শুনিনি।”
রাজার মতে, এই মুহূর্তে পাকিস্তানের একজন অভিজ্ঞ কোচ দরকার ছিল। কার্স্টেন চলে যাওয়ায় তারা সেই সুযোগ হারাল বলে মনে করেন তিনি। রাজার কথায়, “কার্স্টেনের ইস্তফা মোটেই ভাল খবর নয়। কারণ, পাকিস্তানের অভিজ্ঞ কোচ দরকার ছিল। অস্ট্রেলিয়া সফরের আগে এই খবর পাকিস্তানের জন্য খুবই খারাপ।”
কার্স্টেনের পদত্যাগের পর জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যকলাপে খুশি ছিলেন না তিনি। এই বিষয়ে বোর্ডের সঙ্গে তাঁর সংঘাত হয়েছে। তিনি বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন ডেভিড রেডকে পাকিস্তানের হাই পারফরম্যান্স কোচ করার। সেই প্রস্তাবে রাজি হয়নি বোর্ড। চলতি বছর মে মাসে পাকিস্তানের সাদা বলের কোচ হয়েছিলেন কার্স্টেন। দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন কার্স্টেন। সেই ঘটনাও ভাল ভাবে নেয়নি মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। সেই সব কারণেই নাকি দু’পক্ষের মধ্যে সমস্যা চলছিল। অবশেষে এই সিদ্ধান্ত নেন কার্স্টেন।
শুধু বোর্ড নয়, পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলেসপির সঙ্গেও মতের মিল হচ্ছিল না কার্স্টেনের। সদ্য ইংল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে হারিয়েছে পাকিস্তান। এই সাফল্যের পর গিলেসপির মতামত বোর্ড অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছে। বোর্ডের এই মনোভাব মানতে পারছিলেন না কার্স্টেন।
সামনেই অস্ট্রেলিয়া ও জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় রয়েছে পাকিস্তানের। তার আগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। সেই ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, গিলেসপিকে লাল বলের পাশাপাশি সাদা বলেরও কোচ করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনিই দলের দায়িত্ব সামলাবেন।