বাবর আজ়ম। —ফাইল চিত্র।
বিশ্বকাপের একটা প্রস্তুতি ম্যাচ হেরেই সমালোচনা শুনতে হল বাবর আজ়মদের। ৩৪৫ রান করেও নিউ জ়িল্যান্ডের কাছে হেরে গিয়েছেন বাবরেরা। পাক বোলারেরা হায়দরাবাদের উইকেটে তেমন সাফল্য পাননি। তাঁদের খেলার সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা।
প্রস্তুতি ম্যাচে বাবরদের ৫ উইকেটে হার দেখে উদ্বিগ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। রামিজ বলেছেন, ‘‘জানি এটা প্রস্তুতি ম্যাচ। তবু জয় সব সময়ই জয়। জেতা একটা অভ্যাস। আমার মনে হচ্ছে হারাটাই এখন পাকিস্তানের অভ্যাস হয়ে গিয়েছে। এশিয়া কাপের ম্যাচগুলো হারল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হারল ৩৪৫ রান তুলেও। নিউ জ়িল্যান্ড দারুণ ভাবে রান তাড়া করেছে। ভারতের উইকেটগুলো এরকমই হবে। পাকিস্তানের বোলিং যদি প্রস্তুতি ম্যাচের মতো সাধারণ মানের হয়, তা হলে ব্যাট হাতে ৪০০ রান তুলতেই হবে। খেলার কৌশল বলতে হবে। ঝুঁকি নিতে হবে প্রয়োজনে। আমাদের দলকে দেখে তেমন মনে হচ্ছে না। প্রথম ১০-১৫ ওভার আমরা একটু বেশিই রক্ষণাত্মক হয়ে খেলছি। তার পর দ্রুত রান তোলার চেষ্টা করছি। এই ভাবনা বদলাতে হবে।’’
বাবরদের উপর তাঁর যথেষ্ট আস্থা আছে বলেও জানিয়েছেন রামিজ। তাঁর মতে, শুধু মানসিকতা পরিবর্তন করতে হবে। সাহসী ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে ব্যাটারদের। বিশ্বকাপ শুরুর আগে বাবরদের সচেতন করে দিতে চেয়েছেন তিনি। ধারাভাষ্যকার হিসাবে ভারতে এসেছেন রামিজ। যদিও পাক বোর্ডের চেয়ারম্যান থাকার সময় বাবরদের বিশ্বকাপ খেলতে ভারতে পাঠাতে রাজি ছিলেন না তিনি। রামিজ জানিয়েছিলেন, রোহিত শর্মারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে, বাবরদেরও বিশ্বকাপ খেলতে ভারতে পাঠাবেন না।
পাকিস্তান দলের অধিকাংশ ক্রিকেটারই প্রথম বার ভারতের মাটিতে খেলবেন। এখানকার উইকেট, পরিবেশ সম্পর্কে তাঁদের কোনও ধারনা নেই। তা অজানা নয় রামিজের। তবু শুরু থেকেই সমালোচনায় সরব হয়েছেন তিনি।