ICC World Cup 2023

চোট পাওয়া শাকিবের পাশে মাশরাফি, সমালোচকদের কড়া জবাব বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের

বিশ্বকাপ শুরুর আগে নানা সমালোচনায় জর্জরিত শাকিব। বাংলাদেশের অধিনায়কের পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক। মাশরাফি প্রশ্ন তুলেছেন সমালোচকদের মানসিকতা নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৩ ০৮:৫৪
Share:

(বাঁদিকে) শাকিব আল হাসান এবং মাশরাফি মোর্তাজা। ছবি: টুইটার।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একাংশ শাকিব আল হাসানের সমালোচনায় সরব হলেও তাঁর পাশে দাঁড়ালেন মাশরাফি মোর্তাজা। চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি শাকিব। তার পর থেকেই তাঁর সমালোচনায় সরব হয়েছেন অনেকে। বিশ্বকাপ শুরুর আগে সেই সমালোচকদের জবাব দিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

বাংলাদেশে বিশ্বকাপ দলে তামিম ইকবাল না থাকায় শাকিবের সমালোচনা শুরু হয়েছিল আগেই। অধিনায়কের চোটের খবর সেই সমালোচনার পালে নতুন হাওয়া দিয়েছে। গোটা পরিস্থিতিতে বিরক্ত মাশরাফি। সমালোচকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মাশরাফি বলেছেন, ‘‘চোটের জন্য শাকিব প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। আশা করব ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। অনেকে শাকিবের সমালোচনা করছে। লেখা বা বলা হচ্ছে, কী করে চোট নিয়ে খেলবে। দল থেকে বাদ দেওয়ার কথাও বলছেন অনেকে। এ সব কী ধরনের কথা! এ কেমন মানসিক রোগ?’’

মাশরাফি বেশি বিরক্ত তরুণ প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের আচরণে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বিরক্তি নিয়ে সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘কোন প্রজন্মকে আমরা দেখছি! কী ধরনের চিন্তা নিয়ে বেড়ে উঠছে এরা? মনের মধ্যে এত হিংসা নিয়ে এরা জীবনে কী অর্জন করবে?’’

Advertisement

শাকিবের পাশে দাঁড়িয়ে মাশরাফি আরও লিখেছেন, ‘‘এটা কি কোনও একজনের দল, নাকি আমাদের দেশের দল? শুধু শাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না। কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত। বিশ্বকাপের সময় দলের পাশে থাকা এবং ওদেরকে বিশ্বাস জোগানো সবচেয়ে জরুরি।’’

বিশ্বকাপের মুখে ক্রিকেটপ্রেমীদের এই ধরনের সমালোচনা যে কাম্য নয়, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মাশরাফি। যখন দলের পাশে দাঁড়ানোর কথা, সে সময় অধিনায়কের সমালোচনা গোটা দলের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন মাশরাফি। পায়ের চোটের জন্য শাকিব হয়তো আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন না। তাতেও বড় কোনও সমস্যা দেখছেন না মাশরাফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement