রাহুল দ্রাবিড়। ছবি: এক্স (টুইটার)।
আইপিএল শুরুর ১০ দিন আগে স্বস্তি ফিরল রাজস্থান রয়্যালস শিবিরে। বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ খেলার সময় বাঁ পায়ে চোট পেয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। চোট সারিয়ে বুধবার তিনি যোগ দিয়েছেন দলের প্রাক মরসুম প্রস্তুতি শিবিরে। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। রাজস্থানের প্রথম ম্যাচ ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।
দ্রাবিড়ের শিবিরে যোগ দেওয়ার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। কোচের একটি ছবি দিয়েছেন তাঁরা। তাতে দেখা যাচ্ছে, হাসি মুখে চেয়ারে বসে রয়েছেন দ্রাবিড়। যদিও তাঁর বাঁ পায়ে এখনও বিশেষ ধরনের প্লাস্টার করা রয়েছে। চোট সম্পূর্ণ না সারলেও দ্রাবিড় এখন অনেকটাই ফিট। সঞ্জু স্যামসনদের অনুশীলন করাতে সমস্যা হবে না তাঁর। রাজস্থান রয়্যালস সমাজমাধ্যমে লিখেছে, ‘‘আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বুধবার জয়পুরে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।’’
কিছু দিন আগে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তৃতীয় ডিভিশন লিগের সেমিফাইনালে খেলতে নেমেছিলেন। সেই ম্যাচে ৫২ বছরের দ্রাবিড়ের অন্যতম সতীর্থ ছিলেন তাঁর ১৬ বছরের ছেলে অন্বয়। সেই ম্যাচে ৮ বলে ১০ রান করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।