AFC Challenge League

এএফসি চ্যালেঞ্জ লিগে শেষ ইস্টবেঙ্গলের দৌড়, ফিরতি ম্যাচে এফসি আর্কাদাগের কাছে হার

এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে উঠতে পারল না ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনাল পর্বের দু’টি ম্যাচেই এফসি আর্কাদাগের কাছে হারল অস্কার ব্রুজ়োর দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৮:৫৭
Share:
picture of east bengal

কাজে এল না মেসি বৌলির গোল। ছবি: ইস্টবেঙ্গলের ফেসবুক থেকে।

এএফসি চ্যালেঞ্জ লিগে শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের দৌড়। কোয়ার্টার ফাইনাল পর্বের ফিরতি ম্যাচে তুর্কমেনিস্তানের মাঠে এফসি আর্কাদাগের কাছে ১-২ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। এর আগে ঘরের মাঠেও ০-১ ব্যবধানে হেরেছিল ইস্টবেঙ্গল। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে এফসি আর্কাদাগের কাছে ১-৩ ব্যবধানে হারল ইস্টবেঙ্গল।

Advertisement

বুধবার অ্যাওয়ে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল অস্কার ব্রুজ়োর দল। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মেসি বৌলি। ফ্রিকিক থেকে প্রতিপক্ষের বক্সের সামনে বল পান মেসি। হেডে বল নামিয়ে তিনি দেন দিমিত্রি দিয়ামান্তাকোসকে। তিনি আবার বল ফেরত দেন মেসিকে। ঠান্ডা মাথায় গোল করতে ভুল করেননি লাল-হলুদ স্ট্রাইকার। অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম থেকে আগ্রাসী মেজাজেই এ দিন শুরু করেন লাল-হলুদ ফুটবলারেরা। কারণ এই ম্যাচে ইস্টবেঙ্গলের হারানোর কিছু ছিল না। প্রথম লেগে ০-১ ব্যবধানে হেরে যাওয়ায় বুধবার অন্তত ২-০ ব্যবধানে জিততে হত ব্রুজ়োর দলকে। তাই আগ্রাসী ফুটবল খেলা ছাড়া উপায় ছিল না। সে ভাবেই পরিকল্পনা করেছিলেন লাল-হলুদ কোচ। কিন্তু সমস্যা তৈরি হয় ম্যাচের ৩৩ মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লালচুংনুঙ্গা। বাকি সময় ১০ জনে খেলতে হয় ইস্টবেঙ্গলকে। প্রায় প্রতি ম্যাচেই লাল কার্ড দেখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন লাল-হলুদ ফুটবলারেরা।

অসম লড়াইয়েও ৮৭ মিনিট পর্যন্ত এফসি আর্কাদাগের আক্রমণ সামাল দিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। ৮৮ মিনিটে তুর্কমেনিস্তানের দলটিকে সমতায় ফেরান আন্নাদুর্দিয়েভ। সংযুক্ত সময়ের ৬ মিনিটে (৯০+৬) ইস্টবেঙ্গলের সব আশা শেষ হয়ে যায় এফসি আর্কাদাগ দ্বিতীয় গোল করায়। প্রভসুখন গিলের ভুল কাজে লাগিয়ে গোল করেন হাইডিরো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement