ছবি: টুইটার থেকে
একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন। পাশে কোনও বিখ্যাত মানুষ এসে বসলেন। অনেকেই হামলে পড়বেন একটি সই নেওয়ার জন্য। একটি ছবি তোলার জন্য। কিন্তু সেই বিখ্যাত মানুষ যদি রাহুল দ্রাবিড় হন, তা হলে আপনি হয়তো বুঝতেও পারবেন না যে তিনি আপনার পাশে বসে।
বেঙ্গালুরুতে বই প্রকাশের একটি অনুষ্ঠানে এমনটিই ঘটল। দ্রাবিড় যখন সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্রাক্তন ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ কথা বলছেন তাঁর বই নিয়ে। দ্রাবিড় পিছনের সারিতে চুপ করে মাস্ক পরে বসে রইলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা এক নেটাগরিক লিখেছেন, ‘দ্রাবিড় একা এসেছিলেন মাস্ক পরে। তিনি যখন রামচন্দ্র গুহর সঙ্গে কথা বললেন, সেই সময় বুঝতে পারলাম যে উনি রাহুল দ্রাবিড়। শেষ সারিতে চুপ করে একা বসে রইলেন। কোনও হইহল্লা করার ব্যাপার নেই। ওঁর পাশে বসে থাকা মেয়েটি বুঝতেও পারলেন না যে কার পাশে বসেছেন তিনি।’
সেই নেটাগরিক জানিয়েছেন, বিশ্বনাথ এক সময় দ্রাবিড়কে দেখতে পেয়ে সামনে ডেকে নেন। দ্রাবিড় তখন সামনে যান, সইসংগ্রহকারীদের অনুরোধ রাখেন, ছবি তোলেন। দ্রাবিড়ের এমন আচরণের প্রশংসা করেছেন নেটাগরিকরা।
কিছু দিন আগে বিজেপির এক অনুষ্ঠানে দ্রাবিড় যোগ দেবেন বলে খবর ছড়িয়ে ছিল। তবে দ্রাবিড় নিজেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।