India vs Australia

অ্যাডিলেডে রান আউট করেছিলেন সৌরভকে, ২১ বছর পর ভুল স্বীকার করলেন দ্রাবিড়

শুক্রবার থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলতে নামছে ভারত। এই মাঠেই ভারত স্মরণীয় জয় পেয়েছিল ২০০৩ সালে। সেই টেস্টের একটি ঘটনার জন্য ২১ বছর পর ক্ষমা চাইলেন দ্রাবিড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭
Share:

ভারতের হয়ে খেলার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় (বাঁ দিকে) এবং রাহুল দ্রাবিড়। — ফাইল চিত্র।

শুক্রবার থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলতে নামছে ভারত। গত বারের সফরে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট লজ্জা মাথায় নিয়েই খেলতে নামবে তারা। তবে এই মাঠেই ভারত স্মরণীয় জয় পেয়েছিল ২০০৩ সালে। রাহুল দ্রাবিড়ের দ্বিশতরানে স্টিভ ওয়ের অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। সেই টেস্টের একটি ঘটনার জন্য ২১ বছর পর ক্ষমা চাইলেন দ্রাবিড়। সেই ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনিচ্ছাকৃত ভাবে রান আউট করানোর জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

Advertisement

ওই টেস্টে প্রথম ইনিংসে রিকি পন্টিংয়ের ২৪২ রানের সৌজন্যে ৫৫৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ভারত এক সময় ৮৫/৪ হয়ে গিয়েও দ্রাবিড়ের ২৩৩ রানে পাল্টা লড়াই চালিয়েছিল। জিতেওছিল সেই ম্যাচ।

সেই ম্যাচে দ্রাবিড়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সৌরভ। এত দিন পর দ্রাবিড় বলেছেন, “সৌরভ ফেরার পর ভাবছিলাম, আমি অধিনায়ককেই আউট করে দিলাম। এ বার তো আমাকে কিছু একটা করে দেখাতেই হবে। সত্যিই সে দিন সৌরভ আউট হয়েছিল আমার ভুলে। এত দিন পরেও আমার স্বীকার করতে সমস্যা নেই, আমার দোষেই সাজঘরে ফিরেছিল সৌরভ।”

Advertisement

সেই ম্যাচে দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ প্রথম ইনিংসে ৩০৩ রানের জুটি গড়েছিল, যার উপর ভর করে পাল্টা লড়াই করেছিল ভারত। জুটির সম্পর্কে দ্রাবিড় বলেছেন, “লক্ষ্মণ এবং আমি বহু বার একসঙ্গে ব্যাট করেছি। বড় কিছু জুটিও রয়েছে। ২০০১ সালে কলকাতায় বড় জুটি ছিল। তার পর দলীপে দক্ষিণাঞ্চলের হয়েও বড় জুটি রয়েছে। তাই আমরা জানতাম কী ভাবে জুটি গড়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

এত কিছুর পরেও সিরিজ় না জেতার আক্ষেপ রয়ে গিয়েছে দ্রাবিড়ের। বলেছেন, “আমার বা দলের পারফরম্যান্স যতই ভাল হোক না, ওই সিরিজ়‌টা জিততে পারিনি। অনেক কাছাকাছি এসেছিলাম। তবে সিডনিতে শেষ দিনে উইকেট পাইনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement