BGT 2024-25

বুমরা, কোহলি নয়, নজরে ভারতীয় দলই, অ্যাডিলেডে নামার আগে নীতীশদের সমীহ বিপক্ষ স্পিনারের

ভারতীয় দলটাই মহাতারকায় ভর্তি। তাই শুধু বিরাট কোহলি বা যশপ্রীত বুমরার দিকে মনোযোগ দিলে চলবে না। নজরে রাখতে হবে গোটা দলকেই। অ্যাডিলেডে নামার আগে বললেন অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:২০
Share:

পার্‌থ টেস্টে খেলার সময় ভারতীয় দলের উল্লাস। ছবি: পিটিআই।

ভারতীয় দলটাই মহাতারকায় ভর্তি। তাই শুধু বিরাট কোহলি বা যশপ্রীত বুমরার দিকে মনোযোগ দিলে চলবে না। নজরে রাখতে হবে গোটা দলকেই। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নামার আগে এমন কথাই বললেন অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়ন। পার্‌থ টেস্টে ভারত ২৯৫ রানে জেতার পর নীতীশ রেড্ডি, হর্ষিত রানাদের সমীহ করছেন লায়ন।

Advertisement

লায়নের কথায় বোঝা গিয়েছে, গোলাপি বলে খেলতে নামার আগে তাঁরা চাপে। ভারতের যে কেউ যে কোনও দিন নায়ক হতে পারেন এমন ভাবনা ঢুকে গিয়েছে অস্ট্রেলিয়া দলের মধ্যে।

লায়ন বলেছেন, “ভারতীয় দলের দিকে তাকালে দেখবেন মহাতারকায় ভর্তি। ক্রিকেট দলগত খেলা। তাই গোটা দলকেই ভাল খেলতে হয়। ভারতের হাতে বুমরা, কোহলির মতো অসাধারণ ক্রিকেটার রয়েছে ঠিকই। তবে শুধু ওদের দিকে তাকালে হবে না। গোটা দলটাই অসামান্য প্রতিভাবান। দারুণ ক্রিকেট খেলছে ভারত। নিশ্চিত ভাবেই আমরা স্রেফ একজনের জন্য কৌশল তৈরি করছি না।”

Advertisement

এখানেই থামেননি লায়ন। বলেছেন, “শুক্রবার যে ভারতীয় দলটা মাঠে নামবে তাদের প্রত্যেককে আমরা সমীহ করি। এমন নয় যে টেস্টে লড়াই হবে না। আমরা নিজেদের ঘরানার ক্রিকেট খেলব এবং ভারতকে বেগ দেওয়ার সব রকম চেষ্টা করব। ভারত বিশ্বের অন্যতম সেরা দল।”

নীতীশকে নিয়ে আলাদা করে কথা বলেছেন লায়ন। পার্‌থে লায়নকে বহু বার বাউন্ডারিতে পাঠিয়েছেন নীতীশ। অফস্পিনারের কথায়, “আমি অবাক হইনি। তবে ও বাউন্ডারি মারার পাশাপাশি আমার কাছে ওকে আউট করার সুযোগও এ বার আসবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement