Glenn Maxwell in IPL 2025

ধোনিদের হারানোর আনন্দে চোনা ফেলে দিলেন ম্যাক্সওয়েল, কী করলেন পঞ্জাবের ক্রিকেটার

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় আবার প্রথম চারের মধ্যে ঢুকেছে পঞ্জাব কিংস। তবে তাদের জয়ের আনন্দ মাটি করে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৩:৪২
Share:
cricket

পঞ্জাবের জার্সিতেও মরসুম ভাল যাচ্ছে না গ্লেন ম্য়াক্সওয়েলের। ছবি: রয়টার্স।

ব্যাটে রান নেই। একের পর এক ম্যাচে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হচ্ছেন। যে কাজের জন্য তাঁকে খেলানো হচ্ছে তা করতে পারছেন না গ্লেন ম্যাক্সওয়েল। তাতে অবশ্য দলের জয় আটকাচ্ছে না। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় আবার প্রথম চারের মধ্যে ঢুকেছে পঞ্জাব কিংস। তবে তাদের জয়ের আনন্দ মাটি করে দিয়েছেন ম্যাক্সওয়েল।

Advertisement

চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র দু’বল খেলেন ম্যাক্সওয়েল। রবিচন্দ্রন অশ্বিনের বলে তাঁর হাতেই ক্যাচ তুলে দিয়ে ১ রানের মাথায় ফেরেন তিনি। আউট হয়ে ফেরার সময় ডাগআউটের কাছে গিয়ে একটি চেয়ারে লাথি মারেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ম্যাক্সওয়েলের এই আচরণ ভাল ভাবে নেয়নি আইপিএলের গভর্নিং কাউন্সিল। তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।

আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েল ২.২ ধারার অধীনে লেবেল ১ অপরাধ করেছেন। তিনি তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। ম্যাক্সওয়েলের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পরবর্তী কালে আবার কোনও অপরাধ করলে আরও বড় শাস্তি পেতে পারেন তিনি।

Advertisement

এ বারের আইপিএলে শৃঙ্খলা নিয়ে কড়াকড়ি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি মন্থর বোলিংয়ের দিকেও নজর রাখছে তারা। মন্থর বোলিং করায় ইতিমধ্যেই হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ ও রজত পাটীদারকে জরিমানা করা হয়েছে। শৃঙ্খলা ভাঙায় লখনউয়ের দিগ্বেশ রাঠী, গুজরাতের ইশান্ত শর্মা শাস্তি পেয়েছেন। এ বার শাস্তি পেতে হয়েছে ম্যাক্সওয়েলকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চলতি আইপিএলে খুব খারাপ ফর্মে রয়েছেন ম্যাক্সওয়েল। চারটি ম্যাচে মাত্র ৩১ রান করেছেন তিনি। মিডল অর্ডারে ভাল ব্যাট করার জন্য তাঁকে নিয়েছিল পঞ্জাব। সেই কাজটাই করতে পারছেন না তিনি। তাতে অবশ্য দলের জয় আটকাচ্ছে না। চার ম্যাচের মধ্যে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় চারে উঠেছেন শ্রেয়স আয়ারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement