IPL

IPL-PCB: আড়াই মাসের আইপিএল নিয়ে প্রশ্ন পাকিস্তানের

আইসিসির পরবর্তী ‘ফিউচার টুর প্রোগ্রাম’-এ আইপিএলের জন্য সরকারি ভাবে আড়াই মাস সময় বরাদ্দ থাকবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ০৮:১৯
Share:

ফাইল চিত্র।

আইপিএলকে কেন ভবিষ্যতে আড়াই মাসের সময় দেওয়া হবে, এই নিয়ে প্রশ্ন তুলতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

পাঁচ বছরের আইপিএল স্বত্ব রেকর্ড ৪৮ হাজার কোটির বেশি টাকায় বিক্রি করার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, আইসিসির পরবর্তী ‘ফিউচার টুর প্রোগ্রাম’-এ আইপিএলের জন্য সরকারি ভাবে আড়াই মাস সময় বরাদ্দ থাকবে। বোর্ড সচিব এও জানিয়েছিলেন, এই নিয়ে বিভিন্ন দেশের বোর্ড এবং আইসিসির সঙ্গে কথা বলেছেন তাঁরা।

পাকিস্তান বোর্ড সূত্রের খবর, তারা মনে করছে আড়াই মাস সময় আইপিএলকে দিয়ে দিলে তার প্রভাব পড়বে দ্বিপাক্ষিক সিরিজ়গুলোর উপরে। পাক বোর্ডের এক কর্তার মন্তব্য, ‘‘জয় শাহ বলেছেন, তাঁরা দ্বিপাক্ষিক সিরিজ়কে যথেষ্ট গুরুত্ব দেবেন। এক দিকে এখন প্রচুর টি-টোয়েন্টি লিগ চলছে বিশ্বজুড়ে। তার পরে আইপিএল যদি আড়াই মাস ধরে চলে, তা হলে কী হবে? এই নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে।’’

Advertisement

পাক বোর্ড কর্তাটি জানিয়েছেন, ক্রিকেটে এই পরিমাণ অর্থ আসায় তাঁরাও খুশি। কিন্তু এ-ও বলেছেন, ‘‘জুলাই মাসে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস চলার সময় আইসিসির বৈঠক হবে। ওখানেই এই বিষয় নিয়ে সম্ভবত আলোচনা হবে।’’

যে দামে আইপিএল স্বত্ব বিক্রি হয়েছে, তা অনেককেই অবাক করেছে। তবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, খেলাটাকে অর্থ দিয়ে বিচার করলে হবে না। সৌরভ বলেছেন, ‘‘খেলাটাকে অর্থের মাপকাঠিতে দেখলে হবে না। প্রতিভার মাপকাঠিতে দেখতে হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement