শাহরুখ খান। — ফাইল চিত্র।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে চার বছর খেলেছেন তিনি। প্রথমে ২০১৪ এবং ২০১৫ সালে। পরে ২০২২ এবং ২০২৩ সালে। সেই প্যাট কামিন্স স্বীকার করলেন, প্রথম দেখায় দলের মালিক শাহরুখ খানকে চিনতেই পারেননি তিনি। জানতেনই না শাহরুখ কে। পরে ভারতীয় সতীর্থদের থেকে শুনে সব জানতে পারেন।
২০২২-এর মহা নিলামে কামিন্সকে ১৫.৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। গত মরসুমের আগে মিনি নিলাম কামিন্সকে সানরাইজার্স হায়দরাবাদ কেনে ২০.৫ কোটি টাকায়। অধিনায়ক হয়ে প্রথম বারই দলকে ফাইনালে তোলেন। এ বারও তাঁকে ধরে রেখেছে হায়দরাবাদ।
সেই কামিন্স বলেছেন, “হয়তো কথাটা বললে সমস্যায় পড়বে। তবে স্বীকার করতেই হচ্ছে, প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার সময়ে জানতামই না ও কে। তখন আমার ১৮ বা ১৯ বছর বয়স। কোনও দিন বলিউড সিনেমা দেখিনি। ওর সঙ্গে আলাপ হওয়ার পর মনে হল বেশ ঠান্ডা মাথার। ওর আশেপাশে অনেক নিরাপত্তারক্ষী ঘিরে থাকত।”
কামিন্সের সংযোজন, “ওর সঙ্গে অনেক তরুণ ক্রিকেটার কথা বলতে চাইত। তবে লজ্জাও পেত। আমি ভেবে নিয়েছিলাম, ও নিশ্চয়ই বিশেষ কোনও মানুষ হবে। সব সময় মজা করত। দলের নেতা এবং মালিক হিসাবে ওর থেকে ভাল আর কেউ হয় না। সব সময়ে বলত খেলাটা উপভোগ করতে। খোলামনে খেলতে। অনেক মালিকের উপরেই চাপ থাকে। কিন্তু শাহরুখ যে ভাবে চাপ শুষে নিত সেটা অসাধারণ।”