Suryakumar Yadav

সূর্যকুমারের মতো খেলতে চান পাকিস্তানের এক অধিনায়ক, কে তিনি?

গত বছর জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও তেমন সাফল্য পাননি হ্যারিস। বাবরের দলে পাকা জায়গা করাই লক্ষ্য তাঁর। উন্নতি করতে চান নিজের ব্যাটিংয়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৬:৩০
Share:

সূর্যকুমার যাদব। ছবি: টুইটার।

এশিয়ার এমার্জিং কাপে পাকিস্তান ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ হ্যারিস। বাবর আজ়মের দলের হয়ে খেলা তরুণ ব্যাটারের আদর্শ কোনও পাকিস্তানী নন, এক ভারতীয়। সেই ভারতীয়ও সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলি নন, হ্যারিস চান সূর্যকুমার যাদবের মতো খেলতে।

Advertisement

পাকিস্তানের আগ্রাসী তরুণ ব্যাটারের মধ্যে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ সূর্যকুমার এবং এবি ডিভিলিয়ার্সের ছায়া দেখছেন। তাঁদের সঙ্গে তুলনাও শুরু হয়েছে। যা পছন্দ নয় হ্যারিসের। শ্রীলঙ্কায় এসিসি এমার্জিং কাপ খেলতে গিয়েছেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছেন, ‘‘ওদের দু’জনের সঙ্গে আমার তুলনা করা ঠিক হচ্ছে না। সূর্যকুমারের বয়স এখন ৩২-৩৩ মতো হবে। আমার সবে ২২ বছর। সূর্যকুমারের পর্যায়ে যেতে আমাকে এখনও অনেক পরিশ্রম করতে হবে।’’ দুই ক্রিকেটার সম্পর্কে তিনি আরও বলেছেন, ‘‘সূর্যকুমারের একটা নিজস্ব মান রয়েছে। ডিভিলিয়ার্সেরও নিজস্ব মান ছিল। আর আমি নিজের মতো খেলার চেষ্টা করছি। কারও মতো হতে চাই না। নিজেকে সম্পূর্ণ ব্যাটার হিসাবে গড়ে তুলতে চাই। নিজের মতো করে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার হতে চাই আমি। চাইব আমাকে আমার নামেই চিনুক সবাই।’’ পাকিস্তানের তরুণ ব্যাটার কাউকে অনুকরণ করতে চান না। তবে সূর্যকুমারের মতো মাঠের সব দিকে শট মারতে চান হ্যারিস।

পাকিস্তান ‘এ’ দলের নেতৃত্বের দায়িত্ব পেয়ে খুশি হ্যারিস। লক্ষ্য দলকে এসিসি এমার্জিং কাপে চ্যাম্পিয়ন করা। ২০২২ সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হ্যারিসের। বাবরের দলের হয়ে নজর কাড়তে না পারলেও পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জ়ালমির হয়ে ভাল পারফরম্যান্স করেছিলেন। ১১টি ইনিংসে ৩৫০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। হ্যারিসের প্রথম লক্ষ্য পাকিস্তানের জাতীয় দলে পাকা জায়গা তৈরি করা। পাশাপাশি আরও ভাল ব্যাটার হয়ে ওঠা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement