শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
পঞ্জাব কিংসে যোগ দিলেন তনুশ কোটিয়ান। মুম্বইয়ের এই স্পিনার শ্রেয়স আয়ারের দলে যোগ দিলেন নেট বোলার হিসাবে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে নেটে স্পিন খেলার সুযোগ বাড়ল পঞ্জাবের। কেকেআরে বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, মইন খানের মতো স্পিনারের রয়েছেন। তাঁদের সামলাতে নামার আগে নেটে তনুশের বিরুদ্ধে খেললেন পঞ্জাব ব্যাটারেরা।
আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন তনুশ। শুক্রবার ইডেনে অনুশীলনের সময় তাঁকে দেখা যায় পঞ্জাবের নেটে। পঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ সুনীল জোশীর সঙ্গে অনেক ক্ষণ কথা বলতেও দেখা যায় তনুশকে। কেকেআরের স্পিন আক্রমণ শক্তিশালী। তাদের বিরুদ্ধে নামার আগে ইচ্ছা করেই নেট বোলার হিসাবে আনা হয়েছে তনুশকে। ম্যাচে বরুণ, নারাইনদের বিরুদ্ধে খেলতে নামার আগে শ্রেয়সদের যা বাড়তি সুবিধা দেবে।
২৬ বছরের তনুশ ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইকে জেতানোর নেপথ্যে ছিলেন স্পিনার তনুশ। অফ স্পিনার হিসাবে যথেষ্ট সফল তিনি। পঞ্জাব দলে যুজবেন্দ্র চহল, হরপ্রীত ব্রার এবং প্রবীণ দুবে রয়েছেন। নেটে তাঁদের সঙ্গে তনুশকেও খেলতে দেখা গেল শ্রেয়সদের।
পয়লা বৈশাখের দিন পঞ্জাব থেকে সম্মান বাঁচিয়ে ফিরতে পারেননি অজিঙ্ক রাহানেরা। মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারিয়ে দিয়েছিল শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস। শনিবার ইডেন গার্ডেন্সে আবার প্রাক্তন অধিনায়কের দলের চ্যালেঞ্জ সামলাতে হবে নাইটদের। আট ম্যাচের পাঁচটি হেরে চাপে থাকা রাহানেদের সামনে আরও একটা কঠিন লড়াই। সম্মানরক্ষারও।