Under 19 Asia Cup

জোড়া রেকর্ড: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ১৫৯ রান করে নজির পাকিস্তানের শাহজাইবের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ১৫৯ রান করেছেন শাহজাইব খান। এই ইনিংসের পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জোড়া রেকর্ড গড়েছেন পাকিস্তানের ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৮:৪২
Share:

ভারতের বিরুদ্ধে শতরানের পর উল্লাস পাকিস্তানের শাহজাইব খানের। ছবি: সমাজমাধ্যম।

ভারতের বিরুদ্ধে নজর কেড়েছেন পাকিস্তানের শাহজাইব খান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৫৯ রানের ইনিংস খেলেছেন পাক ব্যাটার। তাঁর ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান করেছে পাকিস্তান। ভারতকে ৪৪ রানে হারিয়েছে তারা। শতরানের এই ইনিংসের পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জোড়া রেকর্ড গড়েছেন শাহজাইব।

Advertisement

ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে শাহজাইব এক ইনিংসে সর্বাধিক রান করেছেন। ১৪৭ বলে ১৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। এর আগে ২০১২ সালে ১২৪ বলে ১৩৪ রান করেছিলেন সামি আসলম। সেটিই ছিল এত দিন এই প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক রান। সেই রেকর্ড ভেঙেছেন শাহজাইব।

Advertisement

ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট চার জন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শতরান করেছেন। শাহজাইব ও সামি ছাড়া তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার কলিন অ্যাকেরমান ও ইংল্যান্ডের কাদের আলি। ২০০৯ সালে ১১৩ বলে ১২৯ রান করেছিলেন অ্যাকেরমান। ২০০২ সালে ১২২ বলে ১২৫ রান করেছিলেন কাদের।

এক ইনিংসে সর্বাধিক ছক্কা

ভারতের বিরুদ্ধে ১৫৯ রানের ইনিংসে ১০টি ছক্কা মেরেছেন শাহজাইব। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে কোনও ইনিংসে সর্বাধিক ছক্কা মেরেছেন তিনি। এর আগে কামরান গুলাম একটি ইনিংসে পাকিস্তানের হয়ে সাতটি ছক্কা মেরেছিলেন। সেটিই এত দিন ছিল পাকিস্তানের ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড। সেই রেকর্ডও ভেঙেছেন শাহজাইব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement