ICC U19 World Cup 2022

U19 World cup 2022: বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ অধিনায়ক

প্লে অফের ম্যাচে জেতা ছাড়াও রেকর্ড গড়েন পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ অধিনায়ক কাশিম আক্রম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৪
Share:

পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ অধিনায়ক কাশিম আক্রম। ছবি: টুইটার থেকে

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে পঞ্চম স্থানের লড়াইয়ে নেমেছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল দুই দল। প্লে অফের ম্যাচে জেতা ছাড়াও রেকর্ড গড়েন পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ অধিনায়ক কাশিম আক্রম।

পাকিস্তানের দুই ওপেনার মুহাম্মদ শেহজাদ (৭৩ রান) এবং হাসিবুল্লাহ খান (১৩৬ রান) দলকে ভাল শুরু দেন। সেটাই এগিয়ে নিয়ে যান অধিনায়ক কাশিম। অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের স্কোর পৌঁছে দেন ৩৬৫/৩। রান তাড়া করতে নেমে ১২৭ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। বল হাতে ৩৭ রান দিয়ে ৫ উইকেট নেন কাশিম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসাবে একই ম্যাচে শতরান এবং পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩৮ রানে জয় পায় পাকিস্তান। বিশ্বকাপে পঞ্চম স্থান অধিকার করে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement