Asia Cup

এশিয়া কাপ নিয়ে দ্বিতীয় প্রস্তাব পাকিস্তানের, দেশের মাঠে খেলার সুযোগ পেতে পারেন বাবররা

এশিয়া কাপ আয়োজন করতে মরিয়া পাকিস্তান। প্রতিযোগিতা আয়োজন করতে পাক কর্তারা নতুন প্রস্তাব দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। দেশের মাটিতে বাবরদের খেলার সুযোগ দিতে চায় পিসিবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৪:৩৭
Share:

এশিয়া কাপ ট্রফি। —ফাইল ছবি।

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব হাতে রাখতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিযোগিতা আয়োজন নিয়ে নতুন প্রস্তাব দিলেন নাজম শেঠিরা। পাক ক্রিকেট কর্তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) প্রস্তাব দিয়েছেন, এশিয়া কাপ হোক পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলিয়ে।

Advertisement

মূল আয়োজক হিসাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড চায় এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি অন্তত দেশের মাঠে খেলার সুযোগ পান বাবর আজমরা। প্রতিযোগিতার অন্তত চার-পাঁচটি ম্যাচ হোক পাকিস্তানে। বাকি ম্যাচগুলি নিরপেক্ষ কেন্দ্র হিসাবে শ্রীলঙ্কায় হলে তাঁদের আপত্তি নেই। পাক কর্তাদের প্রস্তাব ভারত-পাকিস্তান ম্যাচও হোক শ্রীলঙ্কা। ভারত না উঠলে ফাইনাল হোক লাহোরে। এ ছাড়া পাকিস্তানের মাটিতে সব ম্যাচ লাহোরে আয়োজন করার কথা বলা হয়েছে। এশিয়া কাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রস্তাবে এখনও অনুমোদন দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল । সূত্রের খবর, এই প্রস্তাবে সম্মতি দিতে পারেন এসিসি কর্তারা। উল্লেখ্য, এসিসির সভাপতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক আগেই জানিয়েছে, পাকিস্তানে খেলতে পাঠানো হবে না রোহিত শর্মা, বিরাট কোহলিদের। আবার পিসিবিও প্রতিযোগিতা আয়োজনের অধিকার ছাড়তে রাজি নয়। প্রতিযোগিতা আয়োজন নিয়ে পাকিস্তানের একটি বিকল্প প্রস্তাব আগেই খারিজ করে দিয়েছেন বিসিসিআই কর্তারা। জটিলতার জন্য এশিয়া কাপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিকল্প কেন্দ্র হিসাবে উঠে এসেছে শ্রীলঙ্কার নাম। তাই শ্রীলঙ্কার সঙ্গে নিজেদের দেশেও ম্যাচ আয়োজনের নতুন প্রস্তাব দিয়েছেন পিসিবি কর্তারা।

Advertisement

চাপ তৈরি করতে পাক কর্তারা আগামী অক্টোবরে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে দল না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। তাতেও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক আবার পাকিস্তান। সেই প্রতিযোগিতা নিয়েও জটিলতা তৈরি হতে পারে। তাই কিছু দিন আগেই পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে গিয়েছিলেন আইসিসি কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement