India vs Pakistan

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, আসল কাজ ভারতকে হারানো, রিজওয়ানদের বার্তা পাক প্রধানমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই পাকিস্তান দলের লক্ষ্য নির্দিষ্ট করে দিলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। গোটা দলের উদ্দেশে জানালেন, শুধু ট্রফি জেতাই নয়, ভারতকে হারানোই আসল কাজ হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২
Share:
cricket

এক দিনের বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের তৎকালীন অধিনায়ক বাবর আজমের (বাঁ দিকে) সঙ্গে রোহিত শর্মা। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই পাকিস্তান দলের লক্ষ্য নির্দিষ্ট করে দিলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। গোটা দলের উদ্দেশে জানালেন, শুধু ট্রফি জেতাই নয়, ভারতকে হারানোই আসল কাজ হতে চলেছে। মহম্মদ রিজওয়ানদের থেকে যে তাঁদের অনেক প্রত্যাশা সেটাও জানাতে ভোলেননি।

Advertisement

শুক্রবার লাহোরের নবনির্মিত গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করেন শরিফ। সেখানে তিনি বলেন, “আমাদের দলটা খুব ভাল। সাম্প্রতিক কালে ওরা ভাল খেলেছে। তবে আসল কাজ শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, আমাদের চিরশত্রু ভারতকে হারানো। গোটা দেশ দলের পাশে আছে।”

শেষ বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান হারিয়েছিল ভারতকে। আইসিসি প্রতিযোগিতায় শেষ বার পাকিস্তান ভারতকে হারিয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ এক দিনের বিশ্বকাপে ভারত জিতেছে।

Advertisement

শরিফ আরও বলেছেন, “আমরা তোমাদের জন্য প্রার্থনা করছি। ভারতকে হারানোর মুহূর্তের অপেক্ষা করছি আমরা। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান, তোমাদের থেকে অনেক প্রত্যাশা রয়েছে। শাহিন আফ্রিদি, তুমি শ্বশুরমশাইয়ের (শাহিদ আফ্রিদি) মতো খেলো, এটাই চাইব।”

পাকিস্তানের গোটা দল উদ্বোধনে হাজির ছিল। সেখানেই দলের নতুন জার্সির উন্মোচন গয়। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ এবং বহু মন্ত্রী হাজির ছিলেন। মহসিনের কাজের তারিফ করেন শরিফ। তিনি বলেন, “প্রায় ২৯ বছর পর পাকিস্তানে একটা বড় মাপের আইসিসি প্রতিযোগিতা হচ্ছে। আমি নিশ্চিত দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আমাদের গর্বিত করবে।”

গদ্দাফি স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে ১১৭ দিনে। উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছেন আলি জাফর, আরিফ লোহার এবং আইমা বেগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement