Tamim Iqbal

তারকাস্তুতি বন্ধ করুন, বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আবেদন করলেন তামিম

বাংলাদেশের মানুষের শুধু দেশের ক্রিকেট দলকে নিয়েই নয়, বিভিন্ন ক্রিকেটারদের নিয়েও উন্মাদনা রয়েছে। বিভিন্ন ক্রিকেটারদের সমর্থকদের মধ্যে গন্ডগোলের খবরও প্রায়ই শোনা যায়। এই জিনিস বন্ধ করতে বললেন তামিম ইকবাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪
Share:
cricket

তামিম ইকবাল। —ফাইল চিত্র।

বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল। শুধু দেশের ক্রিকেট দলকে নিয়েই নয়, বিভিন্ন ক্রিকেটারদের নিয়েও উন্মাদনা রয়েছে তাঁদের। বিভিন্ন ক্রিকেটারদের সমর্থকদের মধ্যে গন্ডগোলের খবরও প্রায়ই শোনা যায়। এই জিনিস বন্ধ করতে বললেন তামিম ইকবাল। তাঁর অনুরোধ, তারকাস্তুতি বন্ধ করে স্রেফ বাংলাদেশকে সমর্থন করা হোক।

Advertisement

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে ট্রফি জিতিয়েছেন তামিম। ফাইনালে চট্টগ্রাম কিংসকে তিন উইকেটে হারিয়েছে তারা। ম্যাচের পর বোর্ড সভাপতি ফারুখ আহমেদ সংবর্ধনা দেন তামিমকে। তাঁর স্ত্রী আয়েষা এবং দুই সন্তান আরহাম ও আলিশবাও হাজির ছিলেন।

সমর্থকদের উদ্দেশে বার্তায় তামিম জানান, প্রিয় ক্রিকেটার বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। তবে বাংলাদেশের খেলা থাকলে শুধু দেশকেই সমর্থন করা উচিত। তামিমের কথায়, “তামিমপন্থী, শাকিবপন্থী বা মাশরফিপন্থী বলে কিছু হয় না। এক ধরনেরই সমর্থক হয়, যারা বাংলাদেশকে সমর্থন করে। এটা (নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হওয়া) বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে। দয়া করে এ সব থামান। আমরা যে কারও সমর্থক হতে পারি। তবে সবাই বাংলাদেশি।”

Advertisement

তামিম আরও বলেছেন, “আপনারা আমার সমর্থক হতে পারেন, শাকিব আল হাসানের সমর্থক হতে পারেন, মাশরফি মোর্তাজার সমর্থন বা অন্য কারও সমর্থক হতে পারেন। কিন্তু আমরা খেলার সময় বাংলাদেশ হিসাবে খেলি। এই কাজ থামান। এতে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এটাই আপনাদের কাছে আমার শেষ বার্তা।”

দ্বিতীয় বার অবসর নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন তামিম। তবে বিপিএলে ভাল খেলেছেন। ১৪টি ম্যাচে ৪১৩ রান করেছেন। ফাইনালেও ২৮ বলে ৫৪ রান করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement