হ্যারিস রউফ। —ফাইল চিত্র।
হ্যারিস রউফকে ক্ষমা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক পেসার দেশের হয়ে টেস্ট খেলতে চাননি। কিন্তু লিখিত ভাবে ক্ষমা চাওয়ায় হ্যারিসকে ক্ষমা করে দিল বোর্ড। নিউ জ়িল্যান্ডে খেলতে গিয়েছিল পাকিস্তান। সেই সফরের সময় বার্ষিক চুক্তি থেকে রউফকে সরিয়ে দিয়েছিল বোর্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে অস্বীকার করেছিলেন রউফ। বলেছিলেন টেস্ট খেলার মতো পরিশ্রম করতে পারবেন না। কিন্তু সেই সময় বিগ ব্যাশ লিগে খেলেছিলেন রউফ। বোর্ড প্রধান মহসিন নাকভি মনে করেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। নাকভি বলেন, “রউফ আমাদের কাছে লিখিত ভাবে ক্ষমা চেয়েছে। সেই চিঠি পাওয়ার পর আমরা ওকে বোর্ডের চুক্তিতে ফিরিয়ে নিচ্ছি। পাকিস্তান সুপার লিগে খেলার সময় ও চোট পেয়েছে। রউফের চিকিৎসার দায়িত্ব আমাদের। ওকে দ্রুত সুস্থ করতে হবে।” আগামী দিনে রউফ টেস্ট খেলেন কি না সেই দিকে নজর থাকবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে রাজি হননি রউফ। তাঁকে কোচ এবং অধিনায়ক দলে চেয়েছিলেন। কিন্তু তবুও তিনি খেলতে রাজি হননি। সেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম তাঁর সমালোচনা করেছিলেন। আক্রম বলেন, “এক জন ক্রিকেটার খেলবে কি খেলবে না, সেটা সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু রউফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই পাকিস্তান দল দেশে ফিরলে রউফকে প্রশ্নের মুখে পড়তে হবে।”
সেটাই হয়েছিল। রউফকে চুক্তি থেকেই ছেঁটে ফেলেছিল বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত আবার তাঁকে ফিরিয়ে নিল পাকিস্তান।