Digvesh Rathi Fined

কোহলির ‘নোটবুক’ উচ্ছ্বাস নকল করতে গিয়ে বিপত্তি, লখনউয়ের ক্রিকেটারকে জরিমানা করল বোর্ড

মঙ্গলবার একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ এবং পঞ্জাব। সেই ম্যাচে বিরাট কোহলির একটি বিশেষ উচ্ছ্বাস নকল করেছিলেন লখনউয়ের ব্যাটার দিগ্বেশ রাঠী। সে জন্য শাস্তি পেতে হল তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১০:৩২
Share:
cricket

প্রিয়াংশ আর্যকে (ডান দিকে) আউট করার পর দিগ্বেশের সেই উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

মঙ্গলবার একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ এবং পঞ্জাব। সেই ম্যাচে বিরাট কোহলির একটি বিশেষ উচ্ছ্বাস নকল করেছিলেন লখনউয়ের ব্যাটার দিগ্বেশ রাঠী। সে জন্য শাস্তি পেতে হল তাঁকে। বোর্ডের তরফে জরিমানা করা হয়েছে ওই ক্রিকেটারকে। যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

Advertisement

পঞ্জাবের ইনিংসের তৃতীয় ওভার চলাকালীন ঘটনাটি ঘটে। দিগ্বেশ একটি শর্ট বল করেছিলেন পঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ আর্যকে। বলটি পুল করতে গিয়েছিলেন আর্য। তবে তাঁর ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়। মিড অন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন শার্দূল ঠাকুর। এর পরেই আর্যের সামনে গিয়ে ওই উচ্ছ্বাসের ভঙ্গি করেন দিগ্বেশ।

বাঁ হাতটি একটি পাতার মতো সামনে রেখেছিলেন দিগ্বেশ। ডান হাতটি কলমের কায়দায় ধরে পাতার উপর কিছু লেখার ভঙ্গিমা করেন। সেটা করতে গিয়ে আর্যকে ধাক্কাও মেরে বসেন। বিষয়টি মাঠের আম্পায়ারের পছন্দ হয়নি। তিনি গিয়ে দিগ্বেশের সঙ্গে কথা বলেন। ম্যাচের পর ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় দিগ্বেশের। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে অপরাধ করলে বড় শাস্তি পেতে হতে পারে।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০১৭ সালে এই উচ্ছ্বাস প্রথম প্রকাশ্যে এসেছিল, যার নাম দেওয়া হয়েছিল ‘নোটবুক সেলিব্রেশন’। কোহলিকে আউট করার পর ওয়েস্ট ইন্ডিজ়‌ের বোলার কেসরিক উইলিয়ামস এ ভাবে উচ্ছ্বাস করেছিলেন। ২০১৯ সালে হায়দরাবাদে একটি টি-টোয়েন্টি ম্যাচে কোহলি সেই উচ্ছ্বাস ফিরিয়ে দিয়েছিলেন কেসরিককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement