পাকিস্তান ক্রিকেট দল। ছবি: পিটিআই।
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। শুধু দুবাই নয়, ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশেও। এখন থেকেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে খুশদিল শাহ জানিয়েছেন, বিপক্ষ শক্তিশালী হলেও তাঁদের মোটেই হিসাবের বাইরে রাখা যাবে না।
এক ওয়েবসাইটে খুশদিল বলেছেন, “ভারতের বেশ ভাল, শক্তিশালী একটা দল রয়েছে। তবে সব দলকেই হারানো যায়। ভারতকেও হারাতে পারি আমরা। যদি নিজেদের সেরাটা খেলাটা খেলি তা হলে সম্ভব। দলের মধ্যে সেই বিশ্বাসটা রয়েছে। সেটা ভারত ম্যাচেও থাকলে না জেতার কোনও কারণে নেই।”
নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারার পর ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে পাকিস্তান। না জিততে পারলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারে তারা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকার পরিসংখ্যান কিছুটা স্বস্তিতে রাখছে পাকিস্তানকে।
মহারণ নিয়ে খুশদিল বলেছেন, “ভারত-পাকিস্তান খেলতে নামলে গোটা বিশ্ব দেখে। যে চাপ ভাল সামলাতে পারে সে-ই জেতে। আমরা একটা ম্যাচ হারলেও প্রতিযোগিতায় টিকে রয়েছি। ভারতকে হারালে পরের রাউন্ডে যেতেও পারি। তাই আমাদের হিসাবের বাইরে রাখবেন না।”
তবে খুশদিলের একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নিউ জ়িল্যান্ড ম্যাচের পরে খুশদিল বলেছিলেন, “আমি নিজেই জানি না কী ভাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলাম। গত দু’বছর ধরে নির্বাচকেরা আমার দিকে তাকায়নি। এ বার কোন যুক্তিতে আমাকে নেওয়া হল জানি না।”