India vs Pakistan

ভারতের বিরুদ্ধে নামার আগে আবার ধাক্কা খেল পাকিস্তান, কী হল রিজ়ওয়ানদের?

আগামী রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। নিউ জ়িল্যান্ডের কাছে হেরে শুরুটা এমনিতেই খারাপ হয়েছে তাদের। আরও একটি ধাক্কা খেল তারা। আইসিসি জরিমানা করেছে গোটা পাকিস্তান দলকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪
Share:
cricket

পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। ছবি: পিটিআই।

আগামী রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে শুরুটা এমনিতেই খারাপ হয়েছে তাদের। আরও একটি ধাক্কা খেল তারা। এ বার আইসিসি জরিমানা করেছে গোটা পাকিস্তান দলকেই।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মন্থর গতিতে বল করেছে পাকিস্তান। নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও একটি ওভার বাকি ছিল পাকিস্তানের। তাই ক্রিকেটারদের পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আইসিসি-র এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এই শাস্তি দিয়েছেন। তা মেনে নিয়েছেন রিজ়‌ওয়ান। ফলে সরকারি শুনানির কোনও প্রয়োজন নেই।

মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো এবং শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার আলেক্স হোয়ার্ফ অভিযোগ এনেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে।

Advertisement

করাচিতে প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৩২০/৫ স্কোর করে নিউ জ়িল্যান্ড। উইল ইয়ং এবং টম লাথাম শতরান করেন। জবাবে পাকিস্তান শেষ হয়ে যায় ২৬০ রানেই। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

কিউয়িদের কাছে হারের পর রিজ়ওয়ান বলেন, “বড় রানের লক্ষ্য দিয়েছিল ওরা। আমরা ভাবিনি এত রান তাড়া করতে হবে। ভেবেছিলাম ২৬০ রানের মধ্যে আটকে রাখতে পারব। নিজেদের সেরাটাই দিয়েছি আমরা। সব পরিকল্পনা কাজে লাগিয়েছি। কিন্তু ওরা খুব ভাল খেলেছে। বড় রানের লক্ষ্য দিয়েছিল আমাদের।”

করাচির পিচে ব্যাট করা সহজ ছিল না। রিজ়ওয়ান বলেন, “পিচ দেখেছিলাম আমরা। প্রথম দিকে ব্যাট করা সহজ ছিল না। কিন্তু উইল ইয়ং এবং টম লাথাম ব্যাট করার সময় পিচটা সহজ হয়ে গিয়েছিল। আমরা ব্যাট করার সময় আবার সেই একই ভুল করেছি, যা লাহোরে করেছিলাম। আমরা আর পাঁচটা সাধারণ ম্যাচের মতোই এই ম্যাচটা খেলেছি। তবে এই ম্যাচটা শেষ। আশা করি পরের ম্যাচগুলোতে ভাল ফল করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement