ICC

IPL: আইপিএলের জন্য ক্ষতি হচ্ছে পাকিস্তান ক্রিকেটের, মাথায় হাত পাক বোর্ডের

আইপিএলের জন্য সময় রাখা হতে পারে আড়াই মাস। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাবেন না বাবর আজমরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৪:০৯
Share:

চিন্তায় বাবর আজমদের বোর্ড। —ফাইল চিত্র

আইপিএলের জন্য আড়াই মাসের জায়গা রাখতে পারে আইসিসি। তাতেই বিপদ দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএলের সময় অন্য কোনও দেশের ক্রিকেট লিগ বা আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে না। আইসিসিকে এই বিষয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে পাক বোর্ড।

Advertisement

পিসিবি চাইছে তিন মাসের মধ্যে আইসিসি একটি রিপোর্ট তৈরি করুক। আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারা নিয়েই চিন্তায় বাবর আজমদের বোর্ড। ২০২৩-২০২৭ সালের জন্য যে সূচি তৈরি করতে চলেছে আইসিসি সেখানে আড়াই মাসের সময় থাকতে পারে আইপিএলের জন্য। আইপিএলে পাকিস্তানের ক্রিকেটাররা খেলেন না। ২০০৮ সালে এক বারই খেলেছিলেন তাঁরা। ২০১২-১৩ সালের পর রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট না হলে বাবর আজমদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার জায়গা নেই।

২০১৬ সাল থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। কিন্তু আইসিসির সূচিতে সেই প্রতিযোগিতার জন্য আলাদা ভাবে কোনও জায়গা নেই। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পিএসএল আয়োজন করার কথা পাকিস্তান বোর্ডের। ২০২৬ সাল থেকে যে প্রতিযোগিতায় দলের সংখ্যা আরও বাড়ানোর ভাবনা রয়েছে রামিজ রাজাদের। দল বাড়লে আরও বেশি সময় প্রয়োজন পিএসএলের জন্য। কিন্তু ফেব্রুয়ারি-মার্চের মধ্যে কী করে তা সম্ভব হবে বুঝতে পারছে না পাক বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement