বাবর আজ়ম। —ফাইল চিত্র
ভারতে বিশ্বকাপ খেলতে আসার ভিসা এখনও পায়নি পাকিস্তান। ভিস না পেয়ে বিরক্ত সে দেশের ক্রিকেট বোর্ড। তাই আইসিসির কাছে নালিশ জানিয়েছে তারা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে বিষয়টি দেখার অনুরোধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, ‘‘শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ খেলে দেশে ফেরার পরেই আমরা ভিসার আবেদন করেছিলাম। পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল। কিন্তু এখনও ভিসা পাইনি। ফলে দুবাইয়ে দলের যে পরিকল্পনা ছিল তা বাতিল করতে হয়েছে। বিশ্বকাপের আগে এগুলো মেনে নেওয়া যায় না। আমরা আইসিসিকে সব জানিয়েছি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে হস্তক্ষেপ করার আবেদন করেছি।’’
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। নিউ জ়িল্যান্ডের সঙ্গে সেই ম্যাচ খেলতে হায়দরাবাদে আসার কথা বাবরদের। পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ৩ অক্টোবর। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ হায়দরাবাদে। কিন্তু এখনও ভারতে আসার ছাড়পত্র পাননি বাবর আজ়মেরা।
বাবরদের পরিকল্পনা ছিল আগে দুবাই যাওয়ার। সেখানে দলের মধ্যে সঙ্গতি বৃদ্ধি করার জন্য যেতেন তাঁরা। দু’দিন সেখানে কাটিয়ে তার পর হায়দরাবাদ আসার কথা ছিল তাঁদের। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় দুবাইয়ে আর সময় কাটানোর সুযোগ পাবেন না বাবরেরা। লাহোর থেকে দুবাই গিয়েই হায়দরাবাদে চলে আসতে হবে তাঁদের। সেই কারণে যত দ্রুত সম্ভব ভিসা পেতে চাইছে পাকিস্তান। সরাসরি আইসিসির দ্বারস্থ হয়েছে তারা।