বাবর আজ়ম। —ফাইল চিত্র
বাংলাদেশকে হারানোয় এখনও বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের। তার জন্য অবশ্য শুধু নিজেদের জয় নয়, অন্য দলের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে বাবর আজ়মদের। ইডেনে বাংলাদেশকে হারানোর পরে তাই এখন শুধু সামনের দু’টি ম্যাচ নিয়ে ভাবতে চাইছেন বাবর।
চার ম্যাচ হারার পরে একটি ম্যাচ জিতে অবশেষে হাসি ফুটেছে বাবরের মুখে। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘‘আমরা পরের দুটো ম্যাচ জেতার চেষ্টা করব। তার পরে দেখব কী হচ্ছে। আমাদের হাতে শুধু নিজেদের ম্যাচই আছে। বাকিটা ভাগ্যের ব্যাপার।’’
চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচের পরে পাঁচটি ম্যাচে দলের বাইরে ছিলেন ফখর জমান। বাংলাদেশের বিরুদ্ধে দলে ফিরে ৮১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। হয়েছেন ম্যাচের সেরা। ফখরকে নিয়ে উচ্ছ্বসিত বাবর বলেন, ‘‘আমরা জানতাম ফখর ২০-৩০ ওভার খেললে ম্যাচ শেষ হয়ে যাবে। এটাই ওর স্বাভাবিক খেলা। ও যে নিজের ছন্দে ফিরতে পেরেছে তাতে আমরা খুব খুশি।’’
বাংলাদেশকে হারানোর পরে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬। নেট রানরেট -০.০২৪। পাকিস্তানের বাকি দুই ম্যাচ নিউ জ়িল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১০ পয়েন্টে যেতে পারবেন বাবরেরা।
পাকিস্তানের উপরে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত ও দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। অর্থাৎ, পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারতে হবে। পাকিস্তানকে আটকানোর ক্ষমতা রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কারও। তাই তাদেরও হারতে হবে।