BCCI

নতুন ভারতীয় বোর্ড গঠিত হতে না হতেই সমালোচনা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের

লেগে গেল ভারত-পাকিস্তানের। বিসিসিআই সচিবের একটি মন্তব্য নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে। পাক ক্রিকেট বোর্ডকে পাল্টা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আনোয়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ২১:৪২
Share:

প্রতীকী ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই লেগে গেল ভারত-পাকিস্তানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর একটি মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সইদ আনোয়ার।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভার পর মঙ্গলবার জয় বলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’

তাঁর এই মন্তব্যেই চটেছেন আনোয়ার। সমাজমাধ্যমে পাকিস্তানের প্রাক্তন ব্যাটার লিখেছেন, ‘সব আন্তর্জাতিক ক্রিকেটাররা পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলতে আসছে। আন্তর্জাতিক দলগুলোয় আসছে খেলতে। বিসিসিআইয়ের সমস্যাটা কী? বিসিসিআই যদি নিরপেক্ষ দেশে খেলার ব্যাপারে অনড় থাকে, তা হলে পিসিবির উচিত আগামী বছরের বিশ্বকাপ নিরপেক্ষ দেশে খেলা।’ আনোয়ার চান ভারতীয় বোর্ডের এই অবস্থানের বিরুদ্ধে পদক্ষেপ করুক পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

Advertisement

২০২৩ সালে এশিয়া কাপ ছাড়াও পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে। আগামী বছর এক দিনের বিশ্বকাপের আয়োজক ভারত। রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ ২০১২ সালের পর থেকে। সেই সিরিজ় হয়েছিল ভারতে। ভারতীয় ক্রিকেট দল শেষ বার পাকিস্তানে খেলতে যায় ২০০৮ সালে। যদিও বহুদলীয় প্রতিযোগিতায় মুখোমুখি হন বিরাট কোহলি, বাবর আজ়মরা। এ বার তা নিয়েও দু’দেশের মধ্যে কার্যত বাগযুদ্ধ শুরু হয়ে গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement