India vs England

মুম্বইয়ে ফিরলেন শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ১১ ক্রিকেটার কারা?

সিরিজ় আগেই জিতে গিয়েছে ভারত। ফলে মুম্বইয়ে ম্যাচ নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচও জিততে চায় ভারত। দলে মাত্র একটিই বদল করেছেন সূর্যকুমার যাদবেরা। ফিরেছেন মহম্মদ শামি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৭
Share:
cricket

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

সিরিজ় আগেই জিতে গিয়েছে ভারত। ফলে মুম্বইয়ে ম্যাচ নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচও জিততে চায় ভারত। দলে মাত্র একটিই বদল করেছেন সূর্যকুমার যাদবেরা। ফিরেছেন মহম্মদ শামি। বাদ পড়েছেন অর্শদীপ সিংহ।

Advertisement

মুম্বইয়ে টস হেরেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। সূর্য অবশ্য জানিয়েছেন, টস জিতলে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। দলে কোনও পরিবর্তন হয়েছে কি না জিজ্ঞাসা করা হলে সূর্য বলেন, “একটাই বদল হয়েছে। অর্শদীপের বদলে ফিরেছে শামি।”

ভারতীয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত থেকে স্পষ্ট, শামিকে খেলিয়ে তৈরি করে নিতে চাইছে তারা। রাজকোটে তৃতীয় ম্যাচে খেলেছিলেন শামি। ৩ ওভার বল করে ২৫ রান দিয়েছিলেন। কিন্তু উইকেট পাননি। পুণেয় চতুর্থ ম্যাচে শামির বদলে আবার ফেরেন অর্শদীপ। সেই ম্যাচে সিরিজ় জিতে যাওয়ায় মুম্বইয়ে শামিকে খেলানোর পরিকল্পনা করা হয়েছে। এই ম্যাচে উইকেট নেওয়ার চেষ্টা করবেন বাংলার পেসার।

Advertisement

গোটা সিরিজ়ে স্পিনের উপর বেশি গুরুত্ব দিয়েছে ভারত। মুম্বইয়েও সেটাই দেখা গিয়েছে। পুণেয় শিবম দুবের বদলে কনকাশন পরিবর্ত হিসাবে নেমেছিলেন হর্ষিত রানা। টি-টোয়েন্টি অভিষেকে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। অনেকে ভেবেছিলেন, মুম্বইয়েও খেলবেন হর্ষিত। কিন্তু তাঁকে নেওয়া হয়নি। অর্থাৎ, নিয়মরক্ষার ম্যাচেও আট ব্যাটারের পরিকল্পনা থেকে বার হচ্ছেন না গম্ভীর।

ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, মহম্মদ শামি, রবি বিশ্নোই ও বরুণ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement