ওয়াসিম আক্রম। —ফাইল চিত্র।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই দল দেখে অবাক ওয়াসিম আক্রম। বিশেষ এক জন ক্রিকেটারকে খোঁচা মেরেছেন তিনি। আক্রমের নিশানায় নির্বাচকেরাও।
দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরফকে। ৩১ বছরের ফাহিম অনেক দিন পাকিস্তানের হয়ে খেলেননি। ২০২৩ সালে এশিয়া কাপে শেষ বার খেলেছিলেন তিনি। এক দিনের বিশ্বকাপের দলেও ছিলেন না তিনি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে হঠাৎ নেওয়া হয়েছে তাঁকে। ফাহিমকে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না আক্রম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “ফাহিমকে নেওয়া হয়েছে। ওরা বলছে ও নাকি চমক হতে পারে। কিন্তু প্রথম ২০টা ম্যাচে ওর বোলিং গড় ১০০। ব্যাটিং গড় ৯। আশা করছি এই রকম এক ক্রিকেটারকে নেওয়ার নেপথ্যে কোনও ভাবনা রয়েছে নির্বাচকদের।”
খুব খারাপ বলেননি আক্রম। পাকিস্তানের হয়ে ৩৪টি এক দিনের ম্যাচ খেলেছেন ফাহিম। নিয়েছেন ২৬টি উইকেট। তাঁর বোলিং গড় ৪৬। আন্তর্জাতিক ক্রিকেটে এই গড় খারাপ। পাশাপাশি ৩৪টি এক দিনের ম্যাচে ২২৪ রান করেছেন তিনি। ফাহিমের ব্যাটিং গড় ১০। এই মানের এক ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখায় অবাক হয়েছেন আক্রম।
পাকিস্তানের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রম। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে দলে নেওয়া হয়েছে মাত্র এক জনকে। আব্রার আহমেদ। কেরিয়ারে চারটি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১০ উইকেট। আক্রমের মতে, শুধু এক জনের উপর ভরসা করা উচিত নয় নির্বাচকদের। তিনি বলেন, “আমরা শুধু এক জন স্পিনার নিয়েছি। সেখানে ভারত চার জন স্পিনার নিয়েছে। নির্বাচকেরা হয়তো সব দিক দেখেই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু উপমহাদেশের উইকেটে স্পিনারদের কী গুরুত্ব তা আমরা সকলেই জানি।”
এখন অবশ্য সবে প্রাথমিক দল ঘোষণা হয়েছে। ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল জানাতে হবে। আক্রম মনে করেন, সেই দল জানানোর আগে আরও এক বার সব দিক খতিয়ে দেখবেন নির্বাচকেরা। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। ঘরের মাঠের সুবিধা তাঁদের কাজে লাগাতে হবে। সেই কারণেই দল নির্বাচনের ক্ষেত্রে আরও একটু নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন আক্রম।