Virat- Nitish

বিরাটের জুতো পরে শতরান নীতীশের

এক সাক্ষাৎকারে নীতীশ জানালেন, তাঁর আদর্শ বিরাট কোহলির জুতো পরে তিনি এই শতরান করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ০৯:৩৮
Share:
বিরাট কোহলি ও নীতীশ কহমার রেড্ডি।

বিরাট কোহলি ও নীতীশ কহমার রেড্ডি। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ়ে ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, তাঁর আদর্শ বিরাট কোহলির জুতো পরে তিনি এই শতরান করেন।

Advertisement

নীতীশ বলেছেন, ‘‘বিরাট লকার রুমে সরফরাজ়কে (খান) বলে, ‘সরফু, তোর জুতোর মাপ কত?’ ও বলে, ‘নয়’। তার পরে আমার দিকে তাকাল। মনে মনে তখন ওই জুতো জোড়ার নম্বর কত হতে পারে আন্দাজ করছি। কারণ জুতো জোড়া আমার চাই। বললাম, ‘১০ নম্বর।’ তখন বিরাট জুতোটা আমায় দিল। পরের ম্যাচে ওই জুতো পরেই শতরান করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement