বাবর আজ়ম। — ফাইল চিত্র।
আইপিএল খেলতে ব্যস্ত নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশের আট জন ক্রিকেটার। প্রায় দ্বিতীয় দল নিয়ে পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে গিয়েছেন মিচেল ব্রেসওয়েল। তবু ঘরের মাঠে আবার হেরে গেল বাবর আজ়মের পাকিস্তান।
দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক পদে বাবরকে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতেও লাভের লাভ কিছু হচ্ছে না। নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে চার রানে হেরে গেল পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ়ে এখন ১-২ ব্যবধানে পিছিয়ে বাবরেরা।
টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাট করতে পাঠান বাবর। নিউ জ়িল্যান্ড ৭ উইকেটে ১৭৮ রান তোলে। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৭৪ রানে। ওপেন করতে নেমে বাবর করেছেন ৫ রান। রান পাননি শাদাব খানও (৭)। লাহোরের ২২ গজে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন ফখর জামান (৪৫ বলে ৬১)। তিনি ছাড়া পাকিস্তানের কোনও ব্যাটারই তেমন রান করতে পারেননি। স্বভাবতই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের ক্রিকেটে। সিরিজ়ের শেষ ম্যাচ ২৭ এপ্রিল।