Kane Williamson

চার ঘণ্টায় দু’বার আউট, নিউ জ়িল্যান্ডের ক্রিকেটার কেন উইলিয়ামসনের খারাপ ফর্ম অব্যাহত

চাপের মুখেও ক্রিজ়‌ কামড়ে লড়াই করতে পারেন তিনি। সেই কেন উইলিয়ামসন এখন খারাপ ফর্মে। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চার ঘণ্টার মধ্যে দু’বার আউট হয়ে গেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪১
Share:

কেন উইলিয়ামসন। — ফাইল চিত্র।

চাপের মুখেও ক্রিজ়‌ কামড়ে লড়াই করতে পারেন তিনি। কোনও বোলারই বিপদে ফেলতে পারেন না তাঁকে। সেই কেন উইলিয়ামসন এখন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চার ঘণ্টার মধ্যে দু’বার আউট হয়ে গেলেন তিনি। দলও ইনিংসে হারের সামনে।

Advertisement

শনিবার সকালে ব্যাট করতে নেমেছিল নিউ জ়িল্যান্ড। সকাল ১০.২৫ নাগাদ প্রথম বার আউট হন উইলিয়ামসন। ১৭তম ওভারে প্রবাথ জয়সূর্যের শেষ বল ছিল অফস্টাম্পে। উইলিয়ামসন সাধারণত স্পিন ভালই খেলেন। তবে এ ক্ষেত্রে তিনি সামনে এগিয়ে এসে প্রবাথের বল রক্ষণ করার চেষ্টা করেন। তবে বলের ঘূর্ণি বুঝতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে বল উড়ে যায় স্লিপের দিকে। ৫৩ বলে সাত রানে ফেরেন তিনি। সেই ইনিংসে ৮৮ রানে অলআউট হয়ে যায় নিউ জ়‌িল্যান্ড।

নিউ জ়িল্যান্ডকে ফলো-অন করায় শ্রীলঙ্কা। ফলে আবার ব্যাট করতে নামতে হয় উইলিয়ামসনদের। এ বার ভাল খেলেন তিনি। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেধে ৯৭ রান যোগ করেন। তবে স্পিনারের ঘূর্ণির ফাঁদ এ বারও এড়াতে পারেননি।

Advertisement

দুপুর ২.১৫ নাগাদ দ্বিতীয় বার আউট হন উইলিয়ামসন। অফস্পিনার নিশান পেরিসের বলে বড় শট খেলতে গিয়েছিলেন। সফল হননি। লং অনের কাছে বেশ কিছুটা দৌড়ে বল তালুবন্দি করেন পরিবর্ত ফিল্ডার রমেশ মেন্ডিস। মাটিতে পড়ে গেলেও বল ধরে রেখেছিলেন। ৪৬ রানে ফিরতে হয় উইলিয়ামসনকে।

শ্রীলঙ্কার তোলা ৬০২/৫-এর জবাবে নিউ জ়‌িল্যান্ড প্রথম ইনিংসে ৮৮ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তারা ১৯৯/৫ তুলেছে। এখনও টেস্টের দু’দিন বাকি। শ্রীলঙ্কার জিততে চাই পাঁচ উইকেট। ইনিংসে হার এড়াতে নিউ জ়িল্যান্ডের চাই ৩১৬ রান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement