Pakistan Cricket Board

ইমরান, রামিজ় সব তছনছ করে দিয়েছে, রাতে ঘুমোতে পারছি না! ক্ষুব্ধ পাক বোর্ডের প্রধান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে আগের বোর্ড প্রধান রামিজ় রাজা ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও এক বার কাঠগড়ায় তুললেন নাজম শেঠি। কী বললেন নাজম?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২০:৫৭
Share:

ইমরান খানকে কাঠগড়ায় তুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান নাজম শেঠি। —ফাইল চিত্র

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে আরও এক বার প্রাক্তনদের তুলোধনা করলেন নাজম শেটি। তাঁর নিশানায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও পাক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ় রাজা।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে নাজমের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানেই প্রাক্তনদের তুলোধনা করেছেন তিনি। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেটকে শেষ করে দিয়েছেন ইমরান, রামিজ়রা। নাজম বলেছেন, ‘‘ওরা কী করেছে সেটা আমাদের সামনেই আছে। সব তছনছ করে দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের বিশাল ক্ষতি করে দিয়েছে। এখন আবার সব ভাল করতে হবে। শূন্য থেকে শুরু করতে হবে। সেটাই বড় চ্যালেঞ্জ। কী ভাবে সব ঠিক করব সেটা ভেবে রাতে ঘুমোতে পারছি না।’’

এর আগেই এক বার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন নাজম। কিন্তু ইমরান দেশের ক্ষমতায় এলে পদত্যাগ করেন তিনি। ইমরানের সঙ্গে মতের মিল না হওয়াতেই সরে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। নাজম বলেছেন, ‘‘আমি দায়িত্ব নিতে চাইনি। আমাকে বলা হয়েছিল তিন মাসের জন্য দায়িত্ব নিতে। সংবিধান তারি করতে। সেটা করেছিলাম। কিন্তু আইনি প্রক্রিয়ায় সব আটকে যায়। এক বছর পরে আবার সুযোগ আসে। প্রথমেই পাকিস্তান সুপার লিগের আয়োজন সাফল্যের সঙ্গে করেছি। কিন্তু ইমরান ক্ষমতায় আসার পরে আমি জানতাম, ও নিজের লোকদের ক্ষমতায় আনবে। মতের মিল হচ্ছিল না বলে সরে গিয়েছিলাম।’’

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ় জানিয়েছিলেন, ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায় তা হলে তারাও ভারতে এক দিনের বিশ্বকাপ খেলতে আসবে না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজম জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। তিনি বলেছেন, ‘‘এত তাড়াতাড়ি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি জানি না, আগের বোর্ড প্রধান কী সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি কিছু শুনেছি। কিন্তু পরিস্থিতি দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। কারণ, সেই সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে।’’ নাজম আরও বলেছেন, ‘‘ভারতে খেলার বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। সব সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। ওরা যা বলবে সেটাই হবে।’’

নতুন বোর্ড প্রধান হয়ে একাধিক ঘোষণা করেছেন নাজম। ২০১৯ সালের সংবিধান অনুযায়ী তৈরি হওয়া সব কমিটিকে বরখাস্ত করেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিমের চুক্তিও বাতিল করে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement