হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।
আরও এক বার হার দিয়ে আইপিএল শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। পরবর্তী ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচের পাঁচ দিন আগে গুজরাত পৌঁছে গিয়েছেন হার্দিক পাণ্ড্যেরা। আগে সেখানে যাওয়ার একটি বিশেষ কারণ রয়েছে।
আগে ঠিক ছিল, চেন্নাই থেকে মুম্বই হয়ে গুজরাতে যাবেন হার্দিকেরা। কিন্তু চেন্নাইয়ের কাছে হারের পর সেই পরিকল্পনায় বদল হয়েছে। সোমবারই দল গুজরাতের জামনগরে পৌঁছে গিয়েছে। সেখানে দলের মালিক মুকেশ অম্বানীদের পৈতৃক বাড়ি রয়েছে। সেখানেই থাকবে দল।
জানা গিয়েছে, গুজরাতের বিরুদ্ধে নামার আগে মুম্বইয়ের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে আরও ভাল বোঝাপড়া করতে চাইছেন। সেই সংক্রান্ত বিভিন্ন কাজ চলবে। এ বার দলে অনেক নতুন ক্রিকেটার রয়েছেন। ম্যানেজমেন্ট চাইছে, দ্রুত দলের সঙ্গে একাত্ম হয়ে যান তাঁরা। শনিবার গুজরাতের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই। তার পাঁচ দিন আগে গুজরাতে গিয়ে প্রস্তুতি সেরে রাখতে চাইছে তারা।
প্রথম ম্যাচে খেলতে পারেননি দলের অধিনায়ক হার্দিক। এক ম্যাচে নির্বাসিত ছিলেন তিনি। হার্দিক না খেলায় দলের ভারসাম্যে সমস্যা হয়েছিল। গুজরাতের বিরুদ্ধে ফিরবেন হার্দিক। গুজরাত তাঁর পুরনো দল। এই দলকেই চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ফলে এই লড়াইয়ের গুরুত্ব তাঁর কাছে অনেক।
হার্দিক ফিরলেও এখনও জসপ্রীত বুমরাহ দলে ফিরতে পারবেন না। তাঁর পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও কয়েক দিন সময় লাগবে। ফলে বুমরাহের অভাব দীপক চাহর, ট্রেন্ট বোল্টদের ভরাট করতে হবে। নজর থাকবে রোহিত শর্মার উপরেও। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। গুজরাতের বিরুদ্ধে রানে ফিরতে চাইবেন রোহিত।