IPL 2025

টি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’ কোহলির! প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে কোন রেকর্ড গড়লেন বিরাট?

রবিবার ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থাকলেন কোহলি। ফিল সল্ট আউট হওয়ার পর তিনিই দলকে টানলেন। সেই সঙ্গে গড়ে ফেললেন রেকর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৯:৫৪
Share:
Virat Kohli

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

আরও একটি রেকর্ড বিরাট কোহলির। টি-টোয়েন্টিতে শততম অর্ধশতরান করে ফেললেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার ৬২ রানে অপরাজিত রইলেন কোহলি। সেই ম্যাচে অর্ধশতরান করার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ে ফেললেন তিনি।

Advertisement

রবিবার ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থাকলেন কোহলি। ফিল সল্ট আউট হওয়ার পর তিনিই দলকে টানলেন। সেই সঙ্গে গড়ে ফেললেন রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরানের অধিকারী কোহলি। ১০০টি অর্ধশতরান করে ফেললেন তিনি। ভারতীয় হিসাবে এই কীর্তি প্রথম গড়লেন তিনি। টি-টোয়েন্টিতে এখন কোহলি করেছেন ১০০টি অর্ধশতরান এবং ৯টি শতরান।

দেশের জার্সিতে কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮টি অর্ধশতরান করেছেন। একটি শতরানও করেছেন তিনি। এখনও পর্যন্ত ৪০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কোহলি। করেছেন ১৩০৭২ রান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। এখন এই ফরম্যাটে শুধু আইপিএল খেলেন তিনি। তাতে যদিও কোহলির দাপট কমেনি।

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক যদিও ডেভিড ওয়ার্নার। ১০৮টি অর্ধশতরান করেছেন তিনি। এ বারের আইপিএলে যদিও দল পাননি ওয়ার্নার। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। অর্ধশতরানের তালিকায় ওয়ার্নারের পরেই রয়েছেন কোহলি। তৃতীয় স্থানে বাবর আজ়ম। তিনি ৯০টি অর্ধশতরান করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement