রোহিত শর্মা। —ফাইল চিত্র
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। সেই বছরই চাঁদের মাটিতে নামার সময় ব্যর্থ হয় ভারতের চন্দ্রযান ২। সেই ব্যর্থতা ভুলে এ বার সফল হয়েছে চন্দ্রযান ৩। চন্দ্রযানের সেই সাফল্যকে চলতি বছর ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনার সঙ্গে মিলিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলে রোহিত শর্মাদের এই ফ্র্যাঞ্চাইজি একটি ছবি টুইট করেছে। সেখানে উপরে এক দিকে দেখা যাচ্ছে ইসরোর ২০১৯ সালের ডিরেক্টর কে শিবনকে। চন্দ্রযান ২ ব্যর্থ হওয়ার পরে হতাশায় ভেঙে পড়েছেন তিনি। পাশে দেখা যাচ্ছে রোহিতকে। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে আউট হয়ে হতাশ হয়ে ফিরছেন তিনি। সে বারের বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন রোহিত। কিন্তু সেমিফাইনালে রান পাননি তিনি। সেই ম্যাচে হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতকে।
মুম্বইয়ের পোস্ট করা ছবিতে নীচে এক দিকে দেখা যাচ্ছে ইসরোর বর্তমান ডিরেক্টর এস সোমনাথকে। চন্দ্রযান ৩-এর সাফল্যের কথা জানাতে গিয়ে তিনি বলছেন, ‘‘আমরা চাঁদে পৌঁছে গিয়েছে।’’ পাশের অংশটি ফাঁকা। এই টুইট করে মুম্বই ইন্ডিয়ান্স বোঝাতে চেয়েছে, ২০১৯ সালে চন্দ্রযানের পাশাপাশি ভারতীয় দলও ব্যর্থ হয়েছিল। ২০২৩ সালে চন্দ্রযান সফল। তা হলে কি এ বার রোহিতদের সাফল্যের পালা! ছবির ক্যাপশনে লেখা, ‘‘বিশ্বাস রাখো।’’ অর্থাৎ, দেশবাসীকে রোহিতদের উপর বিশ্বাস রাখার বার্তা দিয়েছে মুম্বই।
২০১১ সালে শেষ বার দেশের মাটিতেই এক দিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর দু’বার ব্যর্থ হতে হয়েছে। এ বার আবার দেশের মাটিতে খেলা। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। দেশের মাটিতে বিশ্বকাপ জিততে মরিয়া রোহিতেরা। এশিয়া কাপেই বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চান তাঁরা। সেই লক্ষ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা।