ICC ODI World Cup 2023

২০১৯-এ ভারত ব্যর্থ চন্দ্রযান, বিশ্বকাপে! ২০২৩-এ পারল ল্যান্ডার, পারবে ভারত? উঠছে প্রশ্ন

২০১৯ সালে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান ২। সে বার বিশ্বকাপেও ব্যর্থ হয়েছিল ভারত। ২০২৩ সালে সফল চন্দ্রযান ৩। তা হলে কি এ বারের বিশ্বকাপে রোহিত শর্মাদের সফল হওয়ার পালা!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ২২:৪২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। সেই বছরই চাঁদের মাটিতে নামার সময় ব্যর্থ হয় ভারতের চন্দ্রযান ২। সেই ব্যর্থতা ভুলে এ বার সফল হয়েছে চন্দ্রযান ৩। চন্দ্রযানের সেই সাফল্যকে চলতি বছর ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনার সঙ্গে মিলিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

আইপিএলে রোহিত শর্মাদের এই ফ্র্যাঞ্চাইজি একটি ছবি টুইট করেছে। সেখানে উপরে এক দিকে দেখা যাচ্ছে ইসরোর ২০১৯ সালের ডিরেক্টর কে শিবনকে। চন্দ্রযান ২ ব্যর্থ হওয়ার পরে হতাশায় ভেঙে পড়েছেন তিনি। পাশে দেখা যাচ্ছে রোহিতকে। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে আউট হয়ে হতাশ হয়ে ফিরছেন তিনি। সে বারের বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন রোহিত। কিন্তু সেমিফাইনালে রান পাননি তিনি। সেই ম্যাচে হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতকে।

মুম্বইয়ের পোস্ট করা ছবিতে নীচে এক দিকে দেখা যাচ্ছে ইসরোর বর্তমান ডিরেক্টর এস সোমনাথকে। চন্দ্রযান ৩-এর সাফল্যের কথা জানাতে গিয়ে তিনি বলছেন, ‘‘আমরা চাঁদে পৌঁছে গিয়েছে।’’ পাশের অংশটি ফাঁকা। এই টুইট করে মুম্বই ইন্ডিয়ান্স বোঝাতে চেয়েছে, ২০১৯ সালে চন্দ্রযানের পাশাপাশি ভারতীয় দলও ব্যর্থ হয়েছিল। ২০২৩ সালে চন্দ্রযান সফল। তা হলে কি এ বার রোহিতদের সাফল্যের পালা! ছবির ক্যাপশনে লেখা, ‘‘বিশ্বাস রাখো।’’ অর্থাৎ, দেশবাসীকে রোহিতদের উপর বিশ্বাস রাখার বার্তা দিয়েছে মুম্বই।

Advertisement

২০১১ সালে শেষ বার দেশের মাটিতেই এক দিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর দু’বার ব্যর্থ হতে হয়েছে। এ বার আবার দেশের মাটিতে খেলা। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। দেশের মাটিতে বিশ্বকাপ জিততে মরিয়া রোহিতেরা। এশিয়া কাপেই বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চান তাঁরা। সেই লক্ষ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement