Record Chase in T20

টি-টোয়েন্টিতে রেকর্ড রাহানেদের, পাক দলের নজির ভাঙল কেকেআরের সম্ভাব্য অধিনায়কের দল

সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে নজির গড়েছে মুম্বই। কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতার নকআউটে সর্বাধিক রান তাড়া করে জিতেছেন অজিঙ্ক রাহানেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১২:৪১
Share:

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামের পর থেকে যেন খেলার ধরন বদলে গিয়েছে অজিঙ্ক রাহানের। নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনেছে তাঁকে। কেকেআরের পরিবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের আগে তিনি। সেই রাহানেদের দল রেকর্ড গড়েছে। কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতার নকআউটে সর্বাধিক রান তাড়া করে জিতেছেন রাহানেরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে এই নজির গড়েছে মুম্বই। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাহানে।

Advertisement

কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে ২২১ রান করেছিল বিদর্ভ। চার বল বাকি থাকতে সেই রান তাড়া করে জিতে যায় মুম্বই। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নকআউটে এটাই সর্বাধিক রান তাড়া করে জয়। এর আগে ২০১০ সালে লাহোরে ফয়জ়ল ব্যাঙ্ক টি-টোয়েন্টি প্রতিযোগিতার সেমিফাইনালে রাওয়ালপিন্ডি র‌্যামসের বিরুদ্ধে ২১০ রান তাড়া করে জিতেছিল করাচি ডলফিন্স। সেটাই এত দিন রেকর্ড ছিল। সেই রেকর্ড ভাঙল মুম্বই।

শুধু তা-ই নয়, মুম্বই প্রথম দল যারা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দু’টি ম্যাচে ২২০ রানের বেশি তাড়া করে জিতল। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ২৩৩ রান তাড়া করে জিতেছিল তারা। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মুম্বই প্রথম দল যারা টি-টোয়েন্টি দু’বার ২২০ রানের বেশি তাড়া করে জিতেছে। মুম্বই ছাড়া এই নজির রয়েছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ়ের।

Advertisement

সৈয়দ মুস্তাক আলিতে এর আগে দু’টি দল ২০০-র বেশি রান তাড়া করে দু’বার জিতেছে। ২০২১ সালে কেরল ও ২০২৩ সালে বিদর্ভ দু’বার করে এই কীর্তি করেছিল। এ বার মুম্বই সেটা করল। এই প্রতিযোগিতার ইতিহাসে নকআউটে সর্বাধিক রান তাড়া করে জিতল মুম্বই। এর আগে ২০২২ সালে ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে ২০০ রান তাড়া করে জিতেছিল হিমাচল প্রদেশ। সেই রেকর্ডও ভাঙল মুম্বই।

বুধবার কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২১ রান করে বিদর্ভ। জিতেশ শর্মার নেতৃত্বাধীন দলের হয়ে অথর্ব তাইড়ে ৬৬ ও অপূর্ব ওয়াংখেড়ে ৫১ রান করেন। জবাবে মুম্বইয়ের ইনিংসে সর্বাধিক রান করেন রাহানে। ৪৫ বলে ৮৪ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। পৃথ্বী শ ৪৯, শিবম দুবে ৩৭ ও সুর্যাংশ হেগড়ে ৩৬ রান করে দলকে জেতান। তবে রান পাননি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও কেকেআরকে গত বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার। সূর্য ৯ ও শ্রেয়স ৫ রান করে আউট হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement