MS Dhoni

MS Dhoni: আইপিএল নিলামের আগে শ্যুটিং রেঞ্জে ধোনি, চুটিয়ে খেললেন টেনিসও, দেখুন ভিডিয়ো

এ বারের নিলামে প্রতিটি দলে অনেক রদবদলের সম্ভাবনা রয়েছে। নিলামের আগে অবশ্য খোশমেজাজে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১০
Share:

নিলামের আগে খোশমেজাজে ধোনি ফাইল চিত্র

শনিবার থেকে বেঙ্গালুরুতে শুরু আইপিএল-এর নিলাম। ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। সব দল সর্বোচ্চ চার জন ক্রিকেটার ধরে রাখতে পারায় এ বারের নিলামে প্রতিটি দলে অনেক রদবদলের সম্ভাবনা রয়েছে। নিলামের আগে অবশ্য খোশমেজাজে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। শ্যুটিং রেঞ্জে ও টেনিস কোর্টে সময় কাটাতে দেখা গেল তাঁকে।

Advertisement

নেটমাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর একটি শ্যুটিং রেঞ্জে টার্গেট অনুশীলন করছেন ধোনি। কখনও বন্দুক, কখনও আবার পিস্তলে নিশানা লাগাতে দেখা যাচ্ছে তাঁকে। তবে নিছক মজার ছলে নয়, বেশ গুরুত্ব দিয়েই অনুশীলন করছেন তিনি।

নিশানা লাগানো ছাড়াও ধোনিকে দেখা যায় টেনিস কোর্টে। সেখানে ডবলস খেলতে দেখা যায় তাঁকে। বেশ কয়েকটি ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড ও ড্রপ শট খেলেন মাহি। তাঁর শটের প্রশংসা করছিলেন বাকি খেলোয়াড়রা।

Advertisement

নিলামের বেশ কয়েক দিন আগেই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন ধোনি। আইপিএল-এর শুরু থেকেই একটা দল ধরে রেখেছে চেন্নাই। প্রয়োজনীয় বদল ছাড়া বাকি দল অনেক বছর ধরে একসঙ্গে খেলছে। তাই হয়তো আইপিএল-এর দ্বিতীয় সফল দল সিএসকে। চার বার ট্রফি জিতেছে তারা। তবে এ বার দলে অনেক নতুন মুখ দেখা যেতে পারে। কাদের তাঁরা কিনতে চান সেই পরিকল্পনা করতেই বেঙ্গালুরু গিয়েছেন ধোনি।

গত বার আইপিএল-এর ফাইনালে কলকাতা নাইট রাই়ডার্সকে হারিয়ে ট্রফি জেতার পরে প্রশ্ন উঠেছিল আন্তর্জাতিক ক্রিকেটের মতো কি এ বার আইপিএল থেকেও অবসর নেবেন ধোনি। তার জবাবে ধোনি বলেন, এখনই অবসরের কথা ভাবেননি। তবে বর্তমানে আইপিএল ছাড়া আর ২২ গজে সে ভাবে দেখা যায় না ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। তাই হয়তো মাথার সঙ্গে সঙ্গে শরীরকেও তরতাজা রাখতে টেনিস খেলতে দেখা গেল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement