IPL 2025

ধারাভাষ্য শোনেন ধোনি, হিন্দি-ইংরেজি ছাড়া মাহির পছন্দ কোন দুই ভাষা

খেলার স্বার্থে হিন্দি বা ইংরেজিতে ধারাভাষ্য শোনেন ধোনি। গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন প্রাক্তন ক্রিকেটারদের বিশ্লেষণ। দু’টি আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য শুনতেও পছন্দ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২০:৪৫
Share:
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: বিসিসিআই।

ক্রিকেটের ধারাভাষ্য অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনেন মহেন্দ্র সিংহ ধোনি। হিন্দি বা ইংরেজিতেই বেশি শোনেন। ভারতের দু’টি আঞ্চলিক ভাষার ধারাভাষ্য তাঁর পছন্দের। আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে নিজের পছন্দের কথা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

খেলার স্বার্থে হিন্দি বা ইংরেজিতে ধারাভাষ্য শোনেন ধোনি। কখনও কখনও দু’টি আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য শোনেন আনন্দের জন্য। সাক্ষাৎকারে ধোনি বলেছেন, ‘‘আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য খুব একটা শুনি না। তবে বিহারি ধারাভাষ্য দারুণ। ভোজপুরিতে ক্রিকেট ধারাভাষ্যের কথা বলতে চাইছি। আগেকার দিনের রেডিয়োর ধারাভাষ্যের মতো অনেকটা। ভোজপুরি ধারাভাষ্যকারেরা খেলার সঙ্গে মিশে থাকার চেষ্টা করেন। আমার খুব আকর্ষনীয় লাগে।’’ ভোজপুরি ছাড়াও হরিয়ানভি ধারাভাষ্যও পছন্দ করেন ধোনি। তিনি বলেছেন, ‘‘বহু মানুষ আছেন, যাঁরা নিজেদের ভাষায় ধারাভাষ্য শুনতে পছন্দ করেন। মাতৃভাষায় ক্রিকেট উপভোগ করতে চান তাঁরা। আমিও তাঁদের মধ্যে রয়েছি। হরিয়ানভি ধারাভাষ্য শুনতেও ভাল লাগে। খানিকটা অন্য রকম।’’

ভোজপুরি, হরিয়ানভি ভাল লাগলেও হিন্দি বা ইংরেজিতে বেশি ধারাভাষ্য শোনেন ধোনি। মাহি বলেছেন, ‘‘আঞ্চলিক ভাষায় খুব একটা ধারাভাষ্য শোনা হয় না। আমরা সরাসরি (লাইভ) খেলা দেখলে সাধারণত হিন্দি বা ইংরেজিতেই শুনি। সব কিছুর রিপ্লে দেখার সুযোগ থাকে না। হিন্দি বা ইংরেজিতে শুনলে খেলাটা বিশ্লেষণ করতে সুবিধা হয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘গুরুত্ব দিয়েই ধারাভাষ্যকারদের বিশ্লেষণ শোনার চেষ্টা করি। কারণ এখনকার অধিকাংশ ধারাভাষ্যকারই প্রাক্তন ক্রিকেটার। এখন আমি বছরে খুব বেশি হলে ১৭টা ম্যাচ খেলি। কিন্তু তাঁরা সারা বছর বিভিন্ন দেশে এবং নানা প্রতিযোগিতায় প্রচুর ম্যাচ দেখেন। তাই ওঁদের বিশ্লেষণগুলো গুরুত্বপূর্ণ। আমরা নিজের দলের শক্তি বা দুর্বলতাগুলো জানি। প্রতিপক্ষ দলের শক্তি বা দুর্বলতাগুলোও জানা জরুরি। সেগুলো ধারাভাষ্যকারদের বিশ্লেষণ শুনলে বোঝা যায়। কিছু নতুন ধারণাও পাওয়া যায়। সে সব ম্যাচে প্রয়োগ করার সুযোগ থাকে। দলের পরিকল্পনা তৈরি করতেও সাহায্য করে।’’

Advertisement

ধোনি বুঝিয়ে দিয়েছেন, এক জন ক্রিকেটারের জন্য ধারাভাষ্য শোনা কতটা জরুরি। ভাল খেলার জন্যই ধারাভাষ্য শোনা প্রয়োজন। আঞ্চলিক ভাষার ধারাভাষ্য মজার হলেও সমৃদ্ধ হতে হলে হিন্দি বা ইংরেজি বিশ্লেষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement