AFC Asian Cup Qualifiers

অসহযোগিতার অভিযোগ! ভারতে খেলতে এসে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ ফুটবল দল

ভারতে খেলতে এসে অনুশীলনের ব্যবস্থা এবং সুবিধা নিয়ে খুশি নয় বাংলাদেশ শিবির। ঘাসের মাঠে অনুশীলনের ব্যবস্থা করা হলেও তারা বেছে নিয়েছে অ্যাস্ট্রোটার্ফ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৯:০৯
Share:
Picture of Hamza Choudhury

বাংলাদেশের অনুশীলনে সতীর্থদের সঙ্গে হামজ়া চৌধুরী (ডান দিকে)। ছবি: এআইএফএফ।

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে ভারতে এসেছে বাংলাদেশের ফুটবল দল। ২৫ মার্চ শিলংয়ে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবেন হামজ়া চৌধুরীরা। ভারতে খেলতে এসে খুশি নয় বাংলাদেশের ফুটবল দল। ম্যাচের আগের দিন অসন্তোষের কথা জানিয়েছে বাংলাদেশ শিবির।

Advertisement

বাংলাদেশের অভিযোগ, ভারতে পা দেওয়া থেকেই নাকি তাঁদের হেনস্থা হতে হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের মানসিক ভাবে অস্বস্তিতে রাখার জন্যই নাকি এমন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগের দিন ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের ফুটবল দলের সহকারী কোচ হাসান আলি মামুন এবং ডিফেন্ডার সাদ উদ্দিন। শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল শিলংয়ে নর্থ-ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয়ের মাঠে। সেই মাঠ পছন্দ হয়নি বাংলাদেশের। তা নিয়ে ক্ষোভ ছিল তাদের। শনিবার তারা অনুশীলন করে জওহরলাল নেহরু স্টেডিয়ামের অনুশীলনের মাঠে। যেখানে রয়েছে অ্যাস্ট্রোটার্ফ। এ নিয়ে মামুন বলেছেন, ‘‘অ্যাস্ট্রোটার্ফে ফুটবলারদের চোট পাওয়ার সম্ভাবনা থাকে। সব সময় ঝুঁকি থাকে। আমরা দলকে আগেই বলেছিলাম, ভারতে এমন নানা সমস্যার মোকাবিলা করতে হতে পারে। আমরা মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। জানি আমাদের প্রস্তুতিতে কিছু ঘাটতি থাকবে। আসলে এটা ভারতের কৌশল।’’

অনুশীলনের সমস্যা নিয়ে মামুনের অভিযোগ, ‘‘শুক্রবার যে মাঠে আমরা অনুশীলন করেছিলাম, সেই মাঠেই অনুশীলন করতে বলা হয়েছিল। আমরা মাঠ নিয়ে আপত্তি জানিয়েছি। জানিয়ে দেওয়া হয়েছে, ওই মাঠে আমরা অনুশীলন করব না। তবে আমরা নিজেদের খেলা এবং ম্যাচের বাইরে কিছু নিয়ে ভাবতে চাইছি না।’’

Advertisement

বাংলাদেশের রক্ষণ ভাগের খেলোয়াড় সাদের অভিযোগ, অসহযোগিতার জন্য তাঁদের অনুশীলনের সময়ও বদলাতে হয়েছে। তিনি বলেছেন, ‘‘পুরো ব্যাপারটা বিরক্তিকর। বিকাল সাড়ে ৫টায় অনুশীলনের কথা ছিল আমাদের। দলের বৈঠকের পর কোচ জানান, অনুশীলন হবে সাড়ে ৭টায়। ২ ঘণ্টা পিছিয়ে যায় অনুশীলনের সময়। ভাল ঘাসের মাঠে অনুশীলনের সুযোগ পেলে আমাদের প্রস্তুতি ভাল হত।’’ আগের ভারত সফরের প্রসঙ্গে টেনে সাদ বলেছেন, ‘‘২০১৯ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলাম। সে সময় অনেক ভাল সুযোগসুবিধা পেয়েছিলাম আমরা। সে বার আমাদের তেমন কোনও মুখোমুখি হতে হয়নি। এ বার আমরা মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। জয় ছাড়া কিছু ভাবছি না আমরা।’’

বাংলাদেশ ফুটবল দল ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং গিয়েছে। কলকাতা থেকে বিমানে শিলং যাওয়ার সময় দলের সঙ্গে ১৬টি ব্যাগ পৌঁছোয়নি বলে অভিযোগ করা হয়েছিল বাংলাদেশ দলের পক্ষ থেকে। যদিও সে দিনই ব্যাগগুলি তাঁরা পেয়ে গিয়েছিলেন। এ ছাড়াও শিলংয়ের হোটেলের চাহিদামতো ঘরের ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করে বাংলাদেশ দল। হোটেলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর সকলে ঘরে গিয়েছিলেন বলে দাবি বাংলাদেশ দলের। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলার কথা ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজ়ার। তিনি আদতে ইপিএলের ক্লাব লেস্টার সিটির ফুটবলার। লোনে খেলছেন শেফিল্ডের হয়ে। ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ভারত-বাংলাদেশ ম্যাচ হবে ঘাসের মাঠে। তাও বাংলাদেশ দল প্রস্তুতির জন্য ঘাসের মাঠ ছেড়ে কেন অ্যাস্ট্রোটার্ফ বেছে নিয়েছে, তার কোনও ব্যাখ্যা দেননি দলের সহকারী কোচ। বাংলাদেশ দলের অভিযোগ বা অসন্তোষ নিয়ে কোনও মন্তব্য করেনি এআইএফএফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement