MS Dhoni

অবসরের ভাবনা নেই, বাকি জীবনে বাচ্চাদের মতো ক্রিকেট খেলতে চান ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ছ’বছর আগে অবসর নিয়ে ফেলেছেন তিনি। তবে আইপিএল থেকে হয়তো এখনই সরে যাবেন না। মহেন্দ্র সিংহ ধোনি জানালেন, এখন থেকে তিনি বাচ্চাদের মতো খেলতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৩
Share:
cricket

একটি অনুষ্ঠানে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ছ’বছর আগে অবসর নিয়ে ফেলেছেন তিনি। তবে আইপিএল থেকে হয়তো এখনই সরে যাবেন না। আরও একটি আইপিএলের আগে মহেন্দ্র সিংহ ধোনি জানালেন, বাকি সময়টা তিনি বাচ্চাদের মতো খেলতে চান।

Advertisement

৪৩ বছরের ক্রিকেটার ভারতকে দু’টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন। দেশের হয়ে শেষ বার খেলেছেন ২০১৯-এর জুনে, এক দিনের বিশ্বকাপ। তবে আইপিএলে প্রতি বারই খেলেছেন। প্রতি বারই তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে, আর কত দিন খেলবেন। এখনও সেই উত্তর নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন ধোনি।

অনুরাগীদের জন্য একটি অ্যাপ এনেছেন ধোনি। তারই উদ্বোধনে এসে বলেছেন, “২০১৯ সালে অবসর নিয়েছি। বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। যত দিন ক্রিকেট খেলতে পারব, আর যে ক’টা বছর পড়ে রয়েছে, সেই ক’দিন ক্রিকেট পুরোপুরি উপভোগ করে নিতে চাই।”

Advertisement

ধোনির সংযোজন, “ছোটবেলায় স্কুলে পড়ার সময় যে ভাবে ক্রিকেট খেলতাম ঠিক সে ভাবেই খেলাটা উপভোগ করতে চাই। কলোনিতে থাকার সময় বিকেল চারটে থেকে খেলার সময় ছিল। প্রতি দিন ওই সময়টায় ক্রিকেট খেলতে যেতাম। আবহাওয়া ভাল না হলে ফুটবল খেলতাম। তখন যে সারল্য নিয়ে খেলতাম, এখনও সে ভাবেই খেলতে চাই। তবে কথাটা বলা সহজ, করা কঠিন।”

ধোনির মতে, ভারতের ক্রিকেটার হিসাবে দেশের হয়ে সেরাটা দেওয়াই আসল কর্তব্য। বাকি সব কিছু পরে আসবে। প্রাক্তন অধিনায়কের কথায়, “ক্রিকেটার হিসাবে আমি বরাবর দেশের হয়ে ভাল খেলার দিকে জোর দিয়েছি। আগেও বলেছি, সবাই দেশের হয়ে খেলার সুযোগ পায় না। ক্রিকেটার হিসাবে আমরা বড় মঞ্চে যা-ই করি না কেন বা যে দেশেই সফর করি না কেন, দেশের সম্মান অর্জন করাই আসল লক্ষ্য। আমার কাছে দেশ সবার আগে।”

তরুণ ক্রিকেটারদের উদ্দেশে পরামর্শও দিতে শোনা গিয়েছে ধোনিকে। বলেছেন, “তোমার জন্য কোন জিনিসটা সবচেয়ে ভাল সেটা আগে খুঁজে বার করতে হবে। আমি খেলার সবার সব কিছু ক্রিকেটকেই দিতাম। আর কিছু মাথায় থতাকত না। কখন ঘুমোতে যাব, কখন উঠব, ক্রিকেটের উপর এর কতটা প্রভাব পড়বে এ সব নিয়েই ভাবতাম। বন্ধুত্ব, মজা সব পরে হতে পারে। সব কিছুর সঠিক সময় রয়েছে। যদি সেটা বুঝতে পারো, তা হলেই নিজের সেরাটা দিতে পারবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement