রোহিত শর্মা। — ফাইল চিত্র।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত। সেই ম্যাচে দুই পেসার এবং তিন স্পিনারে নামছে ভারত। টসের পর দল ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে যে দল খেলেছে তার থেকে দু’টি বদল করা হয়েছে।
টসের পর সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলতে এসে রোহিত বলেন, “প্রথম থেকে শেষ পর্যন্ত দলে কারা আছে তা বলা মুশকিল। ইংল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে যে দলটা খেলেছে তার থেকে দুটো বদল হয়েছে। বরুণ বাদ গিয়েছে। জাডেজা দলে ফিরেছে। এ ছাড়া আরশদীপের জায়গায় এসেছে শামি।”
বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলছে নামছে ব্যাটিং গভীরতা নিয়েই। রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমন গিলই। এর পর রয়েছে বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, জাডেজা, হর্ষিত রানা, শামি এবং কুলদীপ।
রোহিত জানিয়েছেন, টসে জিতলেও তিনি আগে ফিল্ডিংই করতেন। বলেছেন, “ফিল্ডিং করারই ইচ্ছা ছিল আমাদের। কয়েক বছর আগে এখানে খেলেছি। তাই জানি রাতে বল ভাল ব্যাটে আসে।”
বাংলাদেশকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী রোহিত। তাঁর কথায়, “সবই ভাল দেখাচ্ছে। সবাই ফিট। মাঠে নামতে মরিয়া। আশা করি শুরুটা ভালই হবে। পিছনে তাকানোর কোনও অর্থ নেই। এই প্রতিযোগিতায় প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ নামছে দু’জন স্পিনার এবং তিন স্পিনার নিয়ে। পেসার হিসাবে খেলবেন তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। স্পিনার অলরাউন্ডার হিসাবে থাকবেন মেহেদি হাসান মিরাজ। সঙ্গে রিশাদ হোসেন।